X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আধিপত্য বিস্তারে দুই পরিবারের দ্বন্দ্বের শিকার বিএনপি নেতা মিঠু!

হেদায়েৎ হোসেন, খুলনা
৩০ মে ২০১৭, ০৯:২৮আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:৫৯

  সরদার আলাউদ্দিন মিঠু খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে ‘সরদার’ ও ‘ভূইয়া’ পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পুরনো বিরোধের সর্বশেষ শিকার হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু। যে পাঁচটি কারণকে আমলে নিয়ে পুলিশ তদন্ত করছে তার মধ্যে এই কারণটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ দলীয় কোন্দল ও চরমপন্থীদের সঙ্গে দ্বন্দ্ব থাকার বিষয়টিও আলোচনায় রয়েছে।

পুলিশের চারটি সংস্থা সরদার আলাউদ্দিন মিঠু হত্যার তদন্ত কার্যক্রম চালাচ্ছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কিছু ক্লু ও হত্যায় সম্পৃক্তদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পুলিশ এরইমধ্যে হাতে পেয়েছে বলে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা। মঙ্গলবার (৩০ মে) এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যাবতীয় তথ্য প্রকাশ করবেন বলেও জানান তিনি।

সরদার ও ভূঁইয়া পরিবারের বিরোধ

স্থানীয়রা জানান, দামোদর গ্রামের সরদার পরিবার ও ভূঁইয়া পরিবারের বিরোধ অনেক পুরনো। ক্ষমতার প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ বিরোধ। মিঠুর বাবা সরদার আবুল কাশেম জনসমর্থনে দামোদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই ক্ষমতার দ্বন্দ্ব আরও চরম রূপ নেয়। এক পর্যায়ে তাকে হত্যার মধ্য দিয়ে এ বিরোধে অস্ত্রের রাজনীতি প্রবেশ করে। সে ধারাবাহিকতায় খুন হন সরদার আবু সাঈদ বাদলও। সরদার পরিবারের অভিযোগ, এ দুটি হত্যাকাণ্ডের সঙ্গে ভুঁইয়া পরিবার জড়িত। কাশেম হত্যা মামলায় ভুঁইয়া পরিবারের শিমুল, শিপলু ও মমিনুর যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হয়। পরে উচ্চ আদালত থেকে তারা জামিন পায়।

অন্যদিকে বাদল হত্যা মামলাটির বিচার চলাকালে শিমুল ভূঁইয়ার ভাই হাতকাটা মুকুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এর পেছনে বিএনপি নেতা মিঠুর হাত রয়েছে বলে ভুঁইয়া পরিবারের অভিযোগ।

বর্তমানে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ভূঁইয়া পরিবারের সন্তান শরীফ আহমেদ শিপুল ভূঁইয়া। যিনি আবুল কাশেম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়ার পর উচ্চ আদালত থেকে অব্যাহতি পান। গত ১৯ বছরে এ দু’পরিবারের বিরোধের শিকার হয়েছেন সরদার পরিবারের ৩ জন এবং ভূঁইয়া পরিবারের একজন।

মিঠুর ভাই ও মামলার বাদী সরদার সেলিম অভিযোগ করে বলেন, মিঠুর জনপ্রিয়তা ও এলাকায় রাজনৈতিক প্রভাবের কারণে আগামী দিনের রাজনীতিতে ক্ষতির আশঙ্কায় থাকা প্রভাবশালী ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি বলেন,‘আমার বাবা আবুল কাশেম ও ভাই আবু সাঈদ বাদলকে যারা হত্যা করেছে তারাই এ হত্যাকাণ্ডে জড়িত। আবুল কাশেম খুনের পর ইউনিয়নে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে না পেরে ওই চক্রটিই বাদলকে খুন করে। এরপর খুনি চক্র ইউনিয়নে তাদের দখল প্রতিষ্ঠিত করে। কিন্তু উপজেলা পরিষদেও মিঠুর কাছ থেকে কর্তৃত্ব ছিনিয়ে নেওয়া হয়। আগামী নির্বাচনে উপজেলার নিয়ন্ত্রণ রাখা ওই পক্ষের জন্য কঠিন ছিল। মিঠুর জনপ্রিয়তা বেশ তুঙ্গে ছিল। যা মিঠুর মৃত্যুর পর চেয়ারম্যান বাড়িতে সাধারণ জনগণের যে জোয়ার দেখা গেছে তাতে প্রমাণিত হয়েছে। কাশেম খুনের পর যারা লাভবান হয়েছে, বাদল খুনের পরও ওই চক্রটিই লাভবান হয়। এখন মিঠু খুনের পর ওই চক্রটির সামনে আর কোনও বাধা রইল না। প্রভাবশালী চক্রটি এখন প্রকাশ্যেই উপজেলাজুড়ে নির্বিঘ্নে দখলের রাজত্ব সৃষ্টি করতে পারবে।

কাশেম ও বাদলের খুনিরাই মিঠু হত্যা মামলার আসামি

ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় বাদী হয়েছেন মিঠুর ছোট ভাই মো. রাজ সরদার। এ মামলায় অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে। বাদী বলেছেন চেয়ারম্যান আবুল কাশেম (মিঠুর বাবা) ও বড় ভাই আবু সাইদ বাদলের খুনিরাই মিঠুকে হত্যা করেছে। ১৯৯৮ সালের সরদার আবুল কাশেম ও ২০১০ সালে বড় ভাই সরদার সরদার আবু সাঈদ বাদল হত্যা মামলার বাদী ছিলেন মিঠু। ২০১৭ সালে সরদার মিঠুকেও ভিকটিমের কাতারে পাঠিয়ে দিলো সন্ত্রাসীরা।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাওলাদার মো. মাসুম মামলা বলেন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার ও তার বড় ছেলে চেয়ারম্যান আবু সাঈদ বাদল হত্যাকারীরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের গাজীর হত্যায় জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। থানার ওসি মো. আসাদুজ্জামান মুন্সী মামলার তদন্ত করছেন।

পুলিশ যা বলছে

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান বলেন, ‘ইতোপূর্বে অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। অধিকাংশকে গ্রেফতারও করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের তদন্ত চলছে। জড়িতদের কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।’

খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, ‘এ পর্যন্ত মিঠু হত্যা মামলায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমাদের কাছে হত্যার মোটিভ স্পষ্ট এবং হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হয়েছে। খুনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আরও কয়েকজন পুলিশ হেফাজতে রয়েছে। নিত্য নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সব কিছুই যাচাই বাছাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযানও চালানো হচ্ছে। মঙ্গলবার এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানোর পরিকল্পনা রয়েছে।’

মিঠুর পরিবারের সদস্যদের অভিযোগ

মিঠুর মা জাহানারা বেগম বলেন, ‘আমাদের কী অপরাধ ছিল? স্বামীকে হত্যা করা হলো। বড় ছেলেকেও বাঁচতে দেওয়া হলো না। এবার সংসারের হাল ধরা আরেক ছেলে মিঠুকেও হত্যা করা হলো। একের পর এক হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা বিচার পাচ্ছি না। প্রতিনিয়তই গুমরে কেঁদে চলেছি। কত হত্যাকাণ্ডের পর এ খেলা বন্ধ হবে?’

মিঠুর ভাই মো. সেলিম সরদার বলেন, তার বাবা আবুল কাশেম সরদার ও ভাই আবু সাইদ বাদল হত্যাকারীদের বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজ মিঠু খুন হতো না। তিন বলেন, ‘আবুল কাশেম খুনের পর আমরা ছোট ছোট ছেলেরা কেঁদেছিলাম। আজ মিঠু খুনের পর তার স্কুল পড়ুয়া ছেলে মেয়ে জোবায়ের সরদার সামি ও ফাতেমা সিমি কাঁদছে। মিঠুসহ আমরা ৫ ভাই অল্প বয়সেই এতিম হয়েছিলাম। আজ মিঠুর ছেলে মেয়েরা শিশু অবস্থায় এতিম হল। সবাই আজ মানবিকতায় ভুগছে। কিন্তু প্রশাসনেই মানবিকতা জাগ্রত হচ্ছে না।’

ফের চরমপন্থীরা সক্রিয়

খুলনায় হঠাৎ করেই চরমপন্থী ও সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ বছরই খুলনায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলতি বছরের শুরুতেই নগরীর দোলখোলা এলাকায় শিপ্রা কুণ্ডু নামের এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী সন্ত্রাসীর গুলিতে নিহত হন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী গৃহবধূ শিপ্রা রানী কুণ্ডু নিহত হন। গত ৩ ফেব্রুয়ারি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন রোডে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় যুবলীগ কর্মী জনি মোল্লা নিহত হন। গত ৫ ফেব্রুয়ারি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খানকে গুলি করে হত্যা করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি মহানগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা ব্যবসায়ী নাজমুল আহসান রনিকে সন্ত্রাসীরা গুলি করে। গত ২৩ মার্চ মহানগরীর পিটিআই মোড়ে প্রাইমারী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশক্ষক মাহাবুব মোস্তফা আঙ্গুরকে (৩৬) গুলি করে দুর্বৃত্তরা।

খুলনার রাজনীতিকরা যা বলেন

মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনায় চরমপন্থীদের উপস্থিতি রয়েছে উল্লেখ করে বলেন, ‘সন্ত্রাসীরা যতোই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি বলেন, ‘মানুষ হত্যাকারী নিঃসন্দেহেই খুনি। এদের আইনের আওতায় আনতে হবে।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘অস্ত্রবাজ সন্ত্রাসীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।’

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘মিঠুকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে প্রশাসনেরও সহযোগিতার প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন শোনা যাচ্ছে বিএনপির নেতাদের মিঠু হত্যা মামলায় আটক করা হয়েছে। এ মুহূর্তে এ নিয়ে বিএনপি কোনও মন্তব্য করবে না। বিএনপি আরও অপেক্ষা করবে। বিএনপি চায় প্রকৃত অপরাধীরা গ্রেফতার হোক। সে যদি বিএনপির লোকও হয় অবশ্যই বিএনপি তার বিচার চাইবে। কিন্তু সেটার জন্য প্রশাসনকে নিরপেক্ষ কাজ করতে হবে।’

/এফএস/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই