X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘মোরা’য় বড় কোনও ক্ষতি হয়নি চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
৩০ মে ২০১৭, ১৩:১১আপডেট : ৩০ মে ২০১৭, ১৩:২২

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ (ছবি- ফোকাস বাংলা) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ ইতোমধ্যে চট্টগ্রাম অতিক্রম করেছে। ঝড়ে চট্টগ্রামে কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হওয়া ছাড়া তেমন কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রামের ৭টি ঝুঁকিপূর্ণ উপজেলা বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরসরাই, কর্ণফুলী এলাকায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রামের এসব এলাকায় দমকা হাওয়ায় ও ভারি বৃষ্টিপাতে কিছু গাছ-পালা ও ঘর-বাড়ি উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এ সম্পর্কে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাইনি। তবে উপকূলীয় কয়েকটি উপজেলায় কিছু ঘর-বাড়ি ও গাছ-পালা উপড়ে যাওয়ার খবর পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে মোট ১ লাখ ২০ হাজার ২২০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।’
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ সাহেল তস্তরী বলেন, ‘উপকূলীয় দু একটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর আমরা এখনও পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি প্রচণ্ড ঝড়ে কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।’
সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘এখনও কোনও হতাহতের খবর পাইনি। উপকূলীয় এলাকায় কয়েক ঘর-বাড়ি দমকা হাওয়ায় উপড়ে যাওয়ার খবর পেয়েছি।’
আনোয়ারা উপজেলা নিবার্হী অফিসার গৌতম বারৈ জানান, কয়েকটি গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। তবে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আমরা খোঁজখবর নিচ্ছি এখনও ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রস্তুত করা হয়নি। বৃষ্টি বন্ধের পর খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে নগরীর কোথাও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি বেলা ১২টার দিকে চট্টগ্রাম অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের সময় এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার।’ দুপুর ২টা পর্যন্ত এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!