X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১৬:১৫আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:০১

বরগুনা বরগুনায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আ. আউয়াল সিরাজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে আ. আউয়াল সিরাজকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগে ওই ছাত্রীর মা উল্লেখ করেন, চার মাস আগে তার মেয়েকে বরগুনার বটতলায় আ. আউয়াল সিরাজ পরিচালিত জান্নাতুল মাওয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। গত ২৬ মে মেয়েকে মাদ্রাসায় রেখে আসার কয়েক ঘণ্টা পর সিরাজ ফোন করে জানান তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি থানায় জানাতে চাইলে সিরাজ ও তার স্ত্রী চম্পা আক্তার বাধা দেন।

মঙ্গলবার তিনি বাদী হয়ে মেয়েকে অপহরণের অভিযোগে আ. আউয়াল সিরাজ ও চম্পা আক্তারকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

আ. আউয়াল সিরাজ অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ ওই মেয়েকে জ্বীনে গিয়ে গেছে।’

মাদ্রাসা পরিচালনায় প্রশাসনের অনুমতি আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও মাদ্রাসারই অনুমতি নেই। তাই আমাটারও নেই।’

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম জানান, সিরাজের বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

এর আগে ২০১৩ সালে আ. আউয়াল সিরাজকে বরগুনার লাকুরতলা থেকে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানির সঙ্গে আটক হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!