X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে রুপা হকের জয়ে পাবনায় আনন্দের ঢেউ

পাবনা প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১৮:৪৫আপডেট : ১০ জুন ২০১৭, ১৮:৪৯

রুপা হক (ছবি- সংগৃহীত) ব্রিটেনের আগাম জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুপা হকের বিজয়ের খবরে তার গ্রামের বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায় বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। বিদেশে রুপার এই বিজয় অর্জনের খবরে উচ্ছ্বসিত তার স্বজন ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ব্রিটেনে বাংলাদেশি অভিবাসীদের জন্য কাজ করে যাবেন তাদের ঘরের মেয়ে।
রুপা হকের পরিবার সূত্রে জানা যায়, তার দাদা পাবনা পৌর সদরের মোকছেদপুর এলাকার মরহুম আজিজুল হক ও নানা শহরের কুঠিপাড়া এলাকার মরহুম মুসা বিশ্বাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ফুপাতো বোন তিনি।
পাবনায় রুপা হকের গ্রামের বাড়ি রুপার বাবা মনছের আলী হক ও মা দুলালী হক ১৯৭০ সালে ব্রিটেনে প্রবাসী হন। সেখানেই ১৯৭২ সালে জন্ম হয় রুপার। সেখানকার আলো-বাতাসেই বেড়ে ওঠা রুপা এখন ব্রিটেনের সংসদ সদস্য। শুধু তাই নয়, এবারের নির্বাচনে তিনি টানা দ্বিতীয়বারের মতো জয়ী হলেন ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে।
রুপার বিজয়ের খবর জানার পর কুঠিপাড়া এলাকার বাসিন্দা রুপার বড় মামা আবুল বাছেদ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ভাগ্নি ব্রিটেনের নির্বাচনে জয়ী হওয়ায় আমরা খুবই খুশি। তার এমন অসাধারণ অর্জন আমরা অনেকে কল্পনাও করতে পারিনি।’ রুপার ছোট মামা সবুজ বিশ্বাস বলেন, ‘রুপার এই জয় কেবল আমাদের জন্য নয়, পাবনাবাসী তথা গোটা বাংলাদেশের জন্য গৌরবের।’
শৈশবে পরিবারের সদস্যদের সঙ্গে রুপা হক (গোল চিহ্নিত) রুপার মামী রিজিয়া বিশ্বাস বলেন, ‘রুপার বিজয়ের খবরে আমাদের আনন্দের সীমা নেই। তবে ওকে কাছে পেলে আমরা আরও বেশি খুশি হতাম। দোয়া করি, মেয়েটা যেন বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করে।’ রুপার মামাতো ভাই সেলিম বিশ্বাস বলেন, ‘রুপা ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন, নিজ দেশের মানুষের সুবিধা-অসুবিধাগুলোর প্রতি গুরুত্ব দেবেন— এমনটাই আমাদের প্রত্যাশা।’ স্থানীয় বাসিন্দা আব্দুস সালামও একই ধরনের আশাবাদ জানান।
উল্লেখ্য, কিংস্টন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন রুপা হক। গত ৮ জুন অনুষ্ঠিত ব্রিটিশ নির্বাচনে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন লেবার পার্টির প্রার্থী রুপা হক। ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসির প্রাপ্ত ভোট ছিল ১৯ হাজার ২৩০। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রুপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে।

আরও পড়ুন-
নয়ন হত্যাকাণ্ড: দুই জন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

বয়স্কভাতা থেকে ইউনিয়ন কর কেটে নিলেন চেয়ারম্যান

ট্রান্সফরমারে বজ্রাঘাত, নওগাঁয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়