X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এবারও একই সময়ে রাবি ও চবিতে ভর্তি পরীক্ষা!

রাবি প্রতিনিধি
১১ জুন ২০১৭, ১৪:৪৩আপডেট : ১১ জুন ২০১৭, ১৪:৪৪

রাবি ও চবি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার সময় সূচি নিয়ে এবারও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবার রাবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর চবিতে ২২ থেকে ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। ফলে এবারও বিপাকে পরতে যাচ্ছেন শিক্ষার্থীরা।

অভিযোগ রয়েছে, গত বছর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এই দুই বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের অনেকেই দুই জায়গায় পরীক্ষা দিদে পারেনি।  গত বছর ২৪ থেকে ২৭ অক্টোবর রাবিতে এবং ২৩ থেকে ৩১ অক্টোবর চবিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কিছু ইউনিটে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলেও অভিযোগ রয়েছে।

গত ৮জুন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাবির উপ-রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এ এইচ এম আসলাম হোসাইন সম্ভাব্য তারিখ ঘোষণার দিন সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ২৬ অক্টোবর, যাতে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে মিলে না যায়। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। তা এড়াতে দ্রুত তারিখ নির্ধারণ করেছে ভর্তি উপ-কমিটি।’

এদিকে ১০ জুন পরীক্ষার শিডিউল ঘোষণা করে চবি কর্তৃপক্ষ। তারা ২২ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। এতে আবারও বিপাকে পড়েছেন ভর্তিচ্ছুরা। জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, 'এটা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, চূড়ান্ত নয়। পরে উপাচার্য পরিষদের সভা হবে। সেখানে সমন্বয় করা হবে, যেন কারও সঙ্গে ক্ল্যাশ না হয়।'

রাজশাহীর কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, 'আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি ভালো কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও নেই। কিন্তু রাবি ও চবির মতো বিশ্ববিদ্যালয় একই সময়ে পরীক্ষার শিডিউল দিয়েছে। এতে আমাদের যে কোনও একটি বেছে নিতে হবে। কারণ, দুই বিশ্ববিদ্যলয়ের মধ্যকার দূরত্ব অনেক বেশি, তাই একটা থেকে বের হয়ে অন্যটায় গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।’

এ নিয়ে ফেসবুকেও ক্ষোভ দেখা দিয়েছে। শওকত হোসাইন নামের একজন লিখেছেন, 'আমার বোধগম্য নয়, কেন এই দুই বিশ্ববিদ্যালয় একই সময়ে পরীক্ষা নিতে চাচ্ছে। শিক্ষার্থীদের হয়রানির কথা এদের চিন্তা করা উচিত।' এক্ষেত্রে ইউজিসির'র একটা দিকনির্দেশনাও থাকা উচিত বলে বলে মন্তব্য করে তিনি।

/এফএস/ 

আরও পড়ুন- 


মোটরসাইকেলের জন্যই হত্যা করা হয় নয়নকে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা