X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর, একজনের দণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ২২:১৩আপডেট : ১৪ জুন ২০১৭, ২২:১৩




আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর মামলার আসামি সাবেক ইউপি সদস্য মো. হুসাইন আলীকে (৪০) তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুন) বিকালে লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মন্ডলের বিজ্ঞ আদালত এই রায় দেন।

মামলার রায় ঘোষণার সময় আসামি হুসাইন আলী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. হুসাইন আলী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদন নামুড়ী বাজার এলাকার মৃত তছর উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘২০১৪ সালের ২৩ নভেম্বর পলাশী ইউনিয়ন পরিষদের পুরান ভবনে থাকা ইসলামী ফাউন্ডেশনের পাঠাগার তছনছ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় মো. হুসাইন আলীর বিরুদ্ধে ওই পাঠাগারের কেয়ারটেকার নিকাহ্ রেজিস্ট্রার কাজী এনকেএম লিটন মোল্লা আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর ইকবাল ওই মামলায় হুসাইন আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’

মামলার বাদী এনকেএম লিটন মোল্লা বলেন, ‘২০১৪ সালের ২৩ নভেম্বর বিকাল ৩-৪টার সময় তৎকালীন ইউপি সদস্য হুসাইন আলী পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে থাকা ইসলামী ফাউন্ডেশন পাঠাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করেন। এ ঘটনায় আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।’

আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর হুসাইন আলীর পরিবার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ইসলামী ফাউন্ডেশনের পাঠাগার ভাঙচুর ও তছনছ দ্রুত বিচার আইনের মামলায় হুসাইন আলীকে সশ্রম তিন বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন লালমনিরহাটের বিজ্ঞ অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মন্ডল।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা