X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হত্যা ও লাশ গুমের দায়ে ৩ জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ২২:৪২আপডেট : ১৪ জুন ২০১৭, ২২:৪২





আদালত বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের কিশোরী রোকসানা আক্তারকে ( ১৫) অপহরণ, ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ পৃথক দণ্ডাদেশ ও জরিমানা করেছেন আদালত।








বুধবার (১৪ জুন) বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের ২৫ জনের মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো প্রধান আসামি উজিরপুরের কাউয়ারেখা এলাকার রফিকউদ্দিন হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার, সুখময় হালদারের ছেলে সমীর হালদার ও কানাই বৈরাগীর ছেলে গৌরাঙ্গ বৈরাগী। রায় ঘোষণার সময় শুধু স্বপন হাওলাদার উপস্থিত ছিলেন।
এই মামলার রায় ঘোষণার সময় অনুপস্থিত অপর ৩ আসামি স্বপনের বাবা রফিকউদ্দিন হাওলাদার, রফিকের ভাই মোকসেদ হাওলাদার এবং স্থানীয় বাসিন্দা সফিজউদ্দিনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায়ে অপহরণ ও হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত তিন জনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মৃতদেহ গুম করার অপরাধে তিন জনের প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রধান আসামি স্বপন হাওলাদারকে নারী ও শিশু নির্যাতনের ২০০৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান নথির বরাত দিয়ে জানান, নিহত রোকসানা আক্তার গৌরনদী উপজেলার কসবা এলাকার কাদের ফকিরের মেয়ে। ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে নানী অসুস্থ থাকায় ঘটনার কয়েকদিন পূর্বে সে উজিরপুরের কাউয়ারেখা গ্রামে নানী বাড়িতে যায়। ২৩ ফেব্রুয়ারি রাত ১০টার পর নানী বাড়িতে অন্যান্যদের সঙ্গে ভিসিআর দেখছিল রোকসানা। ভাত খেতে ডাকার অজুহাতে পাশের বাড়ির স্বপন তাকে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে স্বপন এবং তার দুই সহযোগী সমীর ও গৌরাঙ্গ তাকে ধর্ষণ করে। পরে শ্বাসরোধে হত্যা করে পাশের বাড়ির অতুল হালদারের বাড়ির টয়লেটের ট্যাংকিতে ফেলে দেয়।
বিভিন্ন জায়গায় সন্ধানের পর অতুল হালদারের বাড়ির টয়লেটের স্লাব এলোমেলো দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর টয়লেটের স্লাব তুলে ট্যাংকির ভেতর থেকে রোকসানার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ১৬ মার্চ রোকসানার বড় ভাই লালন ফকির বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যা এবং লাশ গুমের অভিযোগে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার এসআই আব্দুল হাকিম ২০০৩ সালের ২৬ জানুয়ারি ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী