X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ০৩:১০আপডেট : ১৫ জুন ২০১৭, ০৩:৩৩


ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আহত কিশোর। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাতুল মিয়া (১৪) নামে এক কিশোর নিহত এবং সাইফুল ইসলাম (১৬) নামে অপর এক কিশোর আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সিয়াম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের কান্দিপাড়া এলাকার সৌরভ নামক এক যুবকের সঙ্গে রাতুল ও সাইফুলের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই বুধবার রাতে মোবাইল ফোনে সৌরভ পৈরতলা এলাকায় কিশোর রাতুল ও সাইফুলকে ডেকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। পরে দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় আসা মাত্র এই দুই কিশোরের সঙ্গে সৌরভের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সৌরভ ও তার সঙ্গীরা দুই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী রাতুল ও সাইফুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতুল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছা চৌধুরী জানান, হতাহতের শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ষ ক্ষরণের কারণে রাতুলের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন জানান, ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসি। আমি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, এ ঘটনায় সিয়াম নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে এই  ঘটনার পর নিহত রাতুলের চাচা বাচ্চু মিয়া, নানা সৌকত মিয়া এবং কাশেম মিয়া বোন ফাতেমাসহ স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন