X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিলীন হওয়ার পথে কমলগঞ্জের রামপাশা গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ০৯:৫৮আপডেট : ১৫ জুন ২০১৭, ০৯:৫৮

বিলীন হওয়ার পথে কমলগঞ্জের রামপাশা গ্রাম মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে প্রতিরক্ষা বাঁধ থাকলেও নদী ভাঙন থামছেই না। নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য ওয়ার্ডের মতো কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও নদী ভাঙনের জন্য নেওয়া হয়নি স্থায়ী কোনও পদক্ষেপ। যে কারণে নদীর এপার ভেঙে ওপারের বড় গাছ গ্রামে গিয়ে মিলেছে।
ওয়ার্ডবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ প্রতিরক্ষা বাঁধ দিয়ে আর ভাঙন প্রতিরোধ সম্ভব নয়, স্থায়ী সমাধান জরুরি। ঝুঁকিপূর্ণ (প্রতীম ধরের বাড়ি থেকে আব্দুর রবের বাড়ি পর্যন্ত) স্থানে স্থায়ী ব্লক দিয়ে প্রতিরক্ষা বাঁধটি রক্ষা করা সম্ভব। এজন্য তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হস্তক্ষেপ কামনা করেন। প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে স্রোতের আঘাতে প্রতিরক্ষা বাঁধটির এবারও ভিন্ন ভিন্ন স্থানে প্রায় ৪শ’ ফুট ফাটল দেখা দিয়েছে।
এ ছাড়া আরও কয়েকটি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামত করা না গেলে পরবর্তীতে নদীর পানি বাড়লেই বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ। আর বাঁধ ভাঙলে এ ওয়ার্ডের ঈদগাহ, রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নব নির্মিত দুর্গামন্দির, ভৈরব থলী, পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন, পাকা রাস্তাসহ ছাইয়াখালী হাওর পানিতে ডুবে যাবে। এতে করে কৃষি কাজে অনুপযোগী হবে হাজার হাজার একর কৃষি জমি।
এ দিকে অনেকেই অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড নানা অজুহাত ও গাফিলতির কারণেই নদীর বাঁধ ভেঙে হাজার হাজার পরিবার পানিবন্দিসহ মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে কোনও বরাদ্দ না থাকায় কাজ করতে বিলম্ব হচ্ছে। আমরা ধলাই নদী নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছি। গভীরতার অভাবে অল্প পানি হলেই পানি উপচে পড়ে বাঁধ ভাঙনের সৃষ্টি হয়। এজন্য প্রকল্পের মাধ্যমে নদীটি ড্রেজিং করে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থায়ী ব্লকের ব্যবস্থা করে দিলে ২০-৩০ বছরেও বন্যায় প্লাবিত হওয়ার কোনও সুযোগ থাকবে না। বর্তমানে যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেগুলো পরিদর্শন করে সাময়িক ব্যবস্থা নেওয়া হবে।’
/এআর /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক