X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাকে অপহরণের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা

শরীয়তপুর প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ১১:১১আপডেট : ১৭ জুন ২০১৭, ১১:১২

মাকে অপহরণের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা (ছবি: শরিয়তপুর প্রতিনিধি) শরীয়তপুরে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ তুলেছেন তার সন্তানেরা। শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে এ অভিযোগ আনেন হাবিবুর রহমান বেপারি নামের ওই ব্যক্তির ছেলে-মেয়েরা। এর আগে ১৩ জুন বকুল সুলতানাকে অপহরণের অভিযোগ এনে হাবিবুর রহমান বেপারির বিরুদ্ধে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন তার বড় ছেলে মোহাম্মদ আলী।

মামলার বিবরণ ও সন্তানদের অভিযোগ থেকে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া পৌরসভার কলুকাঠি গ্রামের হাবিবুর রহমান বেপারি ১৯৯৭ সালে পার্শ্ববর্তী আকসা গ্রামের সোহরাব মীরের মেয়ে বকুল সুলতানাকে বিয়ে করেন। ঢাকায় একটি পোশাক বিক্রির দোকানে ম্যানেজার হিসেবে কাজ করার সুবাদে তিনি ঢাকায় থাকলেও তার স্ত্রী ও ৪ সন্তান নড়িয়ায় গ্রামের বাড়িতে থাকেন। ২০১২ সালে হাবিবুর রহমান পরিবারের কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। ২০১৪ সালে স্ত্রী ও সন্তানেরা বিয়ের বিষয়টি জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। গত ফেব্রুয়ারি মাস থেকে প্রথম স্ত্রী ও সন্তানদের সংসারের খরচ দেয়া বন্ধ করে দেন হাবিবুর রহমান। এ নিয়ে বকুল মামলা করার হুমকি দিলে হাবিবুর রহমান কিছু না বলে চুপ করে থাকেন। গত ৭ জুন বকুল হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এ নিয়ে সন্তানেরা বাবাকে সন্দেহ করলে তিনি তাদের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেন।

বড় ছেলে মোহাম্মদ আলী বলেন, ‘আমার মাকে বাবাই অপহরণ করেছে। মাকে ফিরে পেতে নড়িয়া থানায় বাবার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছি। এখন মামলা উঠিয়ে নেওয়ার জন্য আমাকে কিছু না বলে ছোট ভাই আব্দুর রহমানকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দিচ্ছে।’

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘বকুল সুলতানাকে অপহরণের অভিযোগ এনে তার ছেলে বাবার বিরুদ্ধে মামলা করেছে। আমরা বকুলকে উদ্ধার এবং অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করার চেষ্টা করছি।’

/এফএস/ 

আরও পড়ুন- 

সাত বছর অপেক্ষার পর আন্তঃনগরের বদলে শাটল ট্রেন, ক্ষোভ দুই জেলায়



সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া