X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবারও বৃষ্টি: বান্দরবানের পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে

বান্দরবান প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ১৬:২৯আপডেট : ১৭ জুন ২০১৭, ১৬:৪৭

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে (ছবি-বান্দরবান প্রতিনিধি)

বান্দরবানে আবারও টানা বৃষ্টির পূর্বাভাস থাকায় মাটির পাহাড় ধসে নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে এবার কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের প্রশাসনের উদ্যোগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল থেকে বান্দরবানের কালাঘাটার বড়ুয়ার টেক, ফানছিঘোনা, রানীর চর, গর্জনিয়া পাড়াসহ দুর্গম এলাকায় পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আলী নুর। আরও  উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম ও সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা (ছবি-বান্দরবান প্রতিনিধি)

পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনকে অভিযান পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করছি। এলাকার ওয়ার্ড কাউন্সিলররাও আমাদের সঙ্গে আছে। যারা ঝুঁকিতে আছে তাদের বাড়িতে গিয়ে তালিকা তৈরি করা হচ্ছে।’

এ বিষয়ে সহকারী কমিশনার আলী নুর বলেন, ‘আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে, আরও কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। এভাবে বৃষ্টি হলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তাই জনগণকে সচেতন করা হচ্ছে। তবে আমরা এখনও শক্ত পদক্ষেপ নিচ্ছি না। প্রাথমিকভাবে তাদের সর্তক করছি। যদি তারা নিরাপদ স্থানে সরে না যায়, তাহলে জোর করে বা আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে নেওয়া হবে। মন্ত্রণালয় এবং সরকারি উচ্চ পর্যায় থেকে আমাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত এ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে 2 (ছবি-বান্দরবান প্রতিনিধি)

আশ্রয় কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। এরইমধ্যে আমরা রেজ্যুলেশনও পাঠিয়ে দিয়েছি। এখানে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হবে। এ বছর তাদের একটু কষ্ট হবে, কিন্তু আগামী বছরে আমার তাদের জন্য অবশ্যই আশ্রয় কেন্দ্র তৈরি করব।’

তিনি আরও বলেন,‘ ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে যাদের আত্মীয়-স্বজন কিংবা বিকল্প ব্যবস্থা আছে, তারা সেখানেই আশ্রয় নিবে। যাদের কোনও আশ্রয় নেই। উপজেলা পরিষদের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হবে।’

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন: ‘৭৫ পরবর্তী সরকারগুলো দেশকে নব্য পাকিস্তান বানায়: কাজী নাবিল

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা