X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নীলফামারী-ঢাকা আন্তঃনগর ট্রেনে ছাপানো টিকিট না থাকায় যাত্রীরা বিড়ম্বনায়

নীলফামারী প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ২০:১৫আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:২৭

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের হাতে লেখা টিকেট (ছবি- নীলফামারী প্রতিনিধি)

নীলফামারী রেল স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাপানো টিকিট না থাকায় যাত্রীরা বিপাকে পড়েছে। মালামাল বুকিং এর রশিদে হাতে লিখে টিকিট দেওয়া হচ্ছে। হাতে লেখা টিকিট দিয়ে ঘরমুখো মানুষের চাপ সামলাতে পারছেন না টিকিট বুকিং সহকারীরা।

খুলনাগামী সীমান্ত ও রূপসা একপ্রেস ট্রেনের সাধারণ শ্রেণীর ছাপানো টিকিট থাকলেও এসি চেয়ার এবং এসি স্লিপিং বাথের টিকিট নেই। অপর দিকে, ঢাকাগামী নীলসাগর একপ্রেস ট্রেনের কোনও শ্রেণীরই ছাপানো টিকিট নেই।

শনিবার (১৭ জুন) নীলফামারী রেলস্টেশনে টিকিট নিতে আসা যাত্রী হায়দার আলী (৪৩) বলেন, ‘নীলসাগর ট্রেনে আগামী ২০ জুন ঢাকা যাব। স্টেশন থেকে টিকিট নিয়ে দেখি মালামাল বুকিং এর রশিদ। ওই টিকিট হাতে নিয়ে হতবাক হয়েছিলাম। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পারি ছাপানো টিকিটের সঙ্কট থাকায় এটা দেওয়া হচ্ছে।’

একই স্টেশনের অপর যাত্রী পান ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫৫) বলেন, ‘ট্রেনে বেশিরভাগ যাত্রীর হাতে কম্পিউটারাইজ টিকিট থাকে। হাতে লেখা টিকিট নিয়ে ট্রেনে উঠতে কেমন যেন অস্বস্থি লাগে।’

নীলফামারী রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন যাত্রীদের এক হাজারের বেশি টিকিট দিতে হয়। বেশিরভাগ ট্রেনের ছাপানো টিকিট থাকলেও ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোনও ছাপানো টিকিট নেই। ফলে ওই ট্রেনের সব শ্রেণি মিলে ৭০টির বেশি টিকিট হাতে লিখে দিতে হয়।

এছাড়া নীলফামারী থেকে খুলনাগামী সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার এবং এসি স্লিপিং বাথের ছাপানো টিকিটের সঙ্কট রয়েছে। তাই ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের হাতে লিখে টিকিট দিতে সময় বেশি লাগছে।

অপরদিকে, টিকিট নিতে আসা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট নিতে হচ্ছে।

এ ব্যাপারে, স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাপানো টিকিট শেষ হওয়ার আগে চাহিদা পত্র পাঠানো হয়েছে। সরবরাহ না থাকায় ছয় মাস ধরে নীলসাগর ট্রেনের ঢাকার যাত্রীদের টিকিট হাতে লিখে দিতে হচ্ছে।

তিনি বলেন, ‘প্রথমদিকে বিপিটি (ব্লাঙ্ক পেপার টিকেট) দেওয়া হলেও সেটি শেষ হওয়ার পর প্রায় তিন মাস ধরে মালামাল বুকিং রশিদে টিকিট দিতে হচ্ছে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে জানি না।

/জেবি/

আরও পড়তে পারেন: বস্তা থেকে উদ্ধার হলেন ইউপি সদস্য!



সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট