X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হিলিতে আটকে আছে দেড় শতাধিক চালের ট্রাক

হালিম আল রাজী, হিলি
১৭ জুন ২০১৭, ২০:৩১আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:৪০

বন্দরে আটকে থাকা চালবোঝাই ট্রাক (ছবি- হিলি প্রতিনিধি)

শুল্ক প্রত্যাহারের আশায় ভারত থেকে আমদানি করা চাল দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে খালাস করছেন না আমদানিকারকরা। এতে সপ্তাহখানেক ধরে বন্দরে দেড় শতাধিকের মতো চালবোঝাই ট্রাক আটকা পড়ে রয়েছে। এদিকে, পণ্য খালাস না হওয়ায় বিপাকে পড়েছেন ভারত থেকে আসা ট্রাকচালক ও তাদের সহকারীরা। সঙ্গে থাকা টাকা-পয়সা শেষ হয়ে যাওয়ায় অনেকটা মানবেতরভাবে দিন কাটছে তাদের। সরেজমিনে বন্দর ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

চাল আমদানিকারকরা জানান, দেশের হাওড় অঞ্চলে বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে চাহিদা মেটানোর পাশাপাশি দাম নাগালের মধ্যে রাখতে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করে খাদ্য মন্ত্রণালয়। এ প্রস্তাবের পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা চাল খালাস করা বন্ধ রাখা হয়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক রাজিব কুমার ও ভোলা দা বাংলা ট্রিবিউনকে জানান, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে। তাই আমদানিকারকরা চাল খালাস করছেন না। কারণ চাল খালাস করার পর সরকার যদি শুল্ক প্রত্যাহার করে তাহলে আমদানিকারকরা ক্ষতিগ্রস্থ হবেন। এতে গত কয়েক দিনে বন্দরে দেড় শতাধিকের মতো চালবোঝাই ট্রাক আটকা পড়ে রয়েছে।

তারা আরও জানান, বর্তমানে চাল আমদানিতে যে শুল্ক রয়েছে তাতে ভারত থেকে চাল আমদানি করলে কেজি প্রতি চাল ৪২ টাকায় বিক্রি করা সম্ভব। কিন্তু শুল্ক প্রত্যাহার করলে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৭ টাকা কমবে।

শুল্ক প্রত্যাহারের আশায় হিলিতে আটকে থাকা চালের ট্রাক (ছবি-হিলি প্রতিনিধি)

আব্দুল মান্নান নামের এক আমদানিকারক বলেন, ‘চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার বা রাখা নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও মন্ত্রীদের পর্যায় থেকে কথা আসায় আমদানিকারকরা বিপাকে পড়েছেন। এদিকে, বাজারে চালের দামে অস্থিরতা তৈরি হয়েছে। সবাই মনে করছেন, চালের শুল্ক প্রত্যাহার করা হবে। এতে দাম কমে যাবে। যার কারণে এখন চালের ক্রেতা পাওয়া যাচ্ছে না, বেচাকেনা একেবারেই কমে গেছে। আমদানিকারকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সরকারের যদি চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের চিন্তাভাবনা থাকে, তবে তা এখনই পরিষ্কার করা উচিত।’

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম জানান, চাল খালাস না করে আমদানিকারকরা শুল্ক প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এতে বন্দরে ৫-৭ দিন ধরে বেশ কিছু চালবোঝাই ট্রাক আটকা পড়ে রয়েছে।

ভারতীয় ট্রাকের চালকরা জানান, সাত-আট দিন ধরে হিলি স্থলবন্দরে আছি। এখনও চাল খালাস হচ্ছে না। সঙ্গে যে অর্থ এনেছিলাম সেটিও শেষ। ফলে খুব কষ্ট করে চলতে হচ্ছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন জানান, শুল্ক প্রত্যাহার না হওয়ায় বন্দর দিয়ে চালের আমদানি অনেক কমে গেছে। শুল্ক প্রত্যাহারের আশায় খালাস না নেওয়ায় বর্তমানে বন্দরের ভিতরে দেড় শতাধিক চালবোঝাই ট্রাক আটকে রয়েছে। আজকেও বন্দর দিয়ে চাল আমদানি হবে। এতে আটকে থাকা চালবোঝাই ট্রাকের সংখ্যা আরও বাড়বে। শুল্ক প্রত্যাহার হলে চাল খালাস নেওয়া শুরু হবে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা