X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে পাহাড় ধসে তিন শিশুর মৃত্যু, ফেনীর সঙ্গে বাস চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ১১:০৪আপডেট : ১৮ জুন ২০১৭, ১২:৫৮

খাগড়াছড়িতে পাহাড় ধস (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি) খাগড়াছড়ির রামগড় ও লক্ষিছড়ি উপজেলার কয়েক জায়গায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। রবিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রামগড় উপজেলার বুদংছড়ায় একটি মাটির ঘরের ওপর পাহাড় ধসে মো. মোস্তফা মিয়ার ছেলে নুরুন্নবী (১৪) ও মো. হোসেন (১০) মারা গেছে। লক্ষিছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারি পাড়ায় দেবব্রত চাকমার পাঁচ বছর বয়সী ছেলে নিপুন চাকমাও পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে। এদিকে রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় পাহাড় ধবসে আটটি দোকান ধ্বংস হয়ে গেছে।

পাহাড় ধসের ঘটনার সময় পাতাছড়ার ডাইভারশন রোডের মাটি ডেবে গেছে। ফলে খাগড়াছড়ির সঙ্গে ফেনীর বাস চলাচল সাময়িক বন্ধ আছে। তবে অন্যান্য ছোট যানবাহন চলছে।

খাগড়াছড়ির ডিসি ডিসি মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমদ খান পাহাড় ধসের ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গত সোমবার থেকে রামগড়ে মুশলধারে বৃষ্টি হচ্ছে। শনিবার রাতেও বৃষ্টি হয়। বুদংছড়ায় পাহাড় ধসের সময় পুরো পরিবারটি ঘুমিয়ে ছিল। বাড়ির কর্তা মো. মোস্তফা তার স্ত্রীকে নিয়ে সামনের দিকের ঘরে ছিলেন। আর পেছনের দিকে ঘুমাচ্ছিল তাদের দুই ছেলে মো. নুরন্নবী (১৪) ও  মো. হোসেন (১০)। পাহাড় ধসের পর দুই ছেলে মাটি চাপা পড়ে। তাদের বাবা-মা সামনের দিকে থাকায় তারা বের হয়ে যেতে পারেন।

এদিকে, লক্ষিছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া এলাকার শনিবার গভীর রাতে পাহাড় ধসের ঘটনায় মাটিচাপা পড়ে দেবব্রত চাকমার ছেলে ৫ বছর বয়সী ছেলে নিপুন চাকমা মারা যায়।

রামগড়ের ঘটনায় পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, রেডক্রিসেন্ট ভলান্টিয়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে মাটির নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। লক্ষিছড়ির ঘটনায় স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করেছে।

শনিবার রাতে পাতাছড়া এলাকায় পাহাড় ধসে আটটা দোকান চাপা পড়লেও সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানান, পাতাছড়ার পাশেই একটি সেতুর কাজ চলছে। সেখানে ডাইভারশন রোডটি ডেবে গেছে। একারণে ফেনী-খাগড়াছড়ি বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে অতিবৃষ্টির কারণে খাগড়াছড়ি-ফেনীর মাঝখানে জালিয়াপাড়া মোড়ে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ির এই প্রাণহানির ঘটনা নিয়ে পাহাড়ধসে পার্বত্য এলাকায় নিহতের সংখ্যা ১৫৭ জনে দাঁড়ালো। গত সোমবার থেকে পাহাড় ধসে রাঙামাটিতে ১১৩ জন, চট্টগ্রামে ৩০ জন, বান্দরবারে ৯ জন ও কক্সবাজারে দুইজন নিহত হয়েছেন।  

/এফএস/ 

আরও পড়ুন- 

ত্রাণ ১০ কেজি, দেওয়া হয় ৮ কেজি!

এখনও খোলা আকাশের নিচে লংগদুর দুর্গতরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী