X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় আর বাঁধ ভাঙা পানিতে বিপর্যস্ত দোয়ারাবাজার

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ১১:১৭আপডেট : ১৮ জুন ২০১৭, ১১:২২

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি

সুনামগঞ্জের হাওর এলাকায় চৈত্রের ভয়াবহ দুর্ভোগের রেশ কাটতে না কাটতে আষাঢ়ের দুর্যোগ শুরু হয়ে গেছে। বর্ষা আসার আগে থেকেই সেখানে শুরু হয়েছে ঝড়, ভারি বৃষ্টি, পাহাড়ি ঢল নামা। শুক্রবার (১৬ জুন) রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে চিলাই, খাসিয়মারা, মারগাঙ্গসহ কয়েকটি নদীর বেড়িবাঁধ ভেঙে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বোগুলাবাজার, সুরমা, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।

পাহাড়ি ঢলে চিলাই, মৌলা নদীসহ বেশ কয়েকটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বালাবাজার ইউনিয়নের বাংলাবাজার-হকনগর সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। ঘিলাতলী, চৌধুরী পাড়া, মৌলারপাড়. দক্ষিণ কলোনী, জুমগাঁও, ইসলামপুর, পেকপাড়া, বোগুলাবাজার ইউনিয়নের আলম খালি, ইদুকোনা, ভোলা খালিসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাওরের আউশ ফসল।

সীমান্তবর্তী কয়েকটি গ্রামে বাড়িতে  হাঁটু সমান পানি উঠে গেছে। নরসিংপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজন

শনিবার সকালে স্থানীয় নরসিংপুরবাজার ও বালিউড়া বাজারে হাঁটু সমান পানি থাকায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। বর্ষণ ও বন্যার পানি বৃদ্ধি অব্যাহত ছিল।

এদিকে,  শনিবার (১৭) সেহরির সময় আকস্মিক ঘূর্ণিঝড়ে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের গিরিশনগর ও বরকতনগর গ্রামের অন্তত ২০টি পরিবার তাদের ঘর হারিয়েছে। চাপা পড়ে  নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। বিধ্বস্ত হয় অসংখ্য কাঁচা ঘর। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে অনেকে।

শনিবার দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বসত ঘর ও প্লাবিত এলাকা ঘুরে দেখেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।

ঘূর্ণিঝড় আর বাঁধ ভাঙা পানিতে বিপর্যস্ত দোয়ারাবাজার

সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন, ‘বিকট শব্দে আসা ঝড়ে মুহুর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরেবাড়ি। গাছপালা উপড়ে যায়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, ঘূর্ণিঝড়ে সুরমা ইউনিয়নের দুটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ৪ ইউনিয়নের বিভিন্ন গ্রাম। সরেজমিন ক্ষতিগ্রস্ত ও প্লাবিত এলাকা ঘুরে দেখেছেন জেলা প্রশাসক। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!