X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৫:০৫আপডেট : ১৯ জুন ২০১৭, ১৫:৪৮

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর  বিচারক মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।

আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রাষ্টপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) আঞ্জুমান আরা বেগম জানান, এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার ছুট আইড়ামারি গ্রামের জীবন ওরফে বাবু, কালিগঞ্জ গ্রামের কেতাব, একই গ্রামের জেনারুল ডাক্তার, কাপড়াডোলা গ্রামের নুরুল ইসলাম ও একই গ্রামের মো. আলমগীর।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন আজিজুল হক, আতাউর রহমান, আকবর আলী, ওবায়দুল, আজম  ও মুকুল।

মামলার বিবরণে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর এলাকার রোজবুল হক কর্মসূত্রে থাকেন কুমিল্লায়। মাঝে মাঝে বাড়ি আসেন। এর মধ্যেই রোজবুলের স্ত্রী মনিরা বেগমের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে আসামি জীবন ওরফে বাবুর। ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মনিরাকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামি জীবন ওরফে বাবু। পরে জীবন তার সহযোগি অপর আসামিদের সহায়তায় বিশ্বনাথপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতে মনিরাকে নিয়ে ধর্ষণ ও হত্যা করে লাশ ফেলে চলে যায়। পরের দিন দুপুর ২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মনিরার মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ সোমবার দুপুরে আদালত ওই রায় দেন। এ মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম কবীর।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক