X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকট

নীলফামারী প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৮:০২আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:০২

নীলফামারী জনবল সংকটে খুঁড়িয়ে, খুঁড়িয়ে চলছে নীলফামারী পরিসংখ্যান বিভাগ। জেলার ছয় উপজেলার মধ্যে ডিমলা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক খাঁন মূল অফিস ছাড়াও বাকি পাঁচ উপজেলায় অফিসিয়াল কাজ করছেন। তিনি সপ্তাহে যেকোনও দিন জেলার ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলায় দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নীলফামারী জেলা কার্যালয়ে (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক কনক পাল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার জানালেও কোনও কাজ হয়নি।

সূত্র জানায়, জেলা কার্যালয়ে ১ জন উপ-পরিচালক ও ১৩ জন কর্মচারী পদ থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র ৩ জন। এর মধ্যে উপ-পরিচালক ১ জন, পরিসংখ্যান সহকারী ২ জন । বাকি (ফাঁকা) রয়েছে একজন সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, দুইজন পরিসংখ্যান সহকারী, একজন উচ্চমান সহকারী, দুইজন ডাটা এন্ট্রি অপারেটর, একজন কম্পিউটার মুদ্রাক্ষরিক, একজন চালক, একজন কেয়ারটেকার ও একজন নৈশপ্রহরী।

সদরের কনিষ্ঠ পরিসংখ্যান সহকারী কহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,জেলা কার্যালয়ের দাফতরিক কাজের সমস্যা হওয়ায় সদর থেকে জেলা কার্যালয়ে এসে কাজ করতে হচ্ছে।
একই অবস্থা বিরাজ করছে জেলার ছয় উপজেলায়। নিয়ম অনুযায়ী প্রত্যেক উপজেলায় পাঁচ জনের পদ থাকার কথা। পদগুলো হলো, একজন পরিসংখ্যান কর্মকর্তা, একজন পরিসংখ্যান তদন্তকারী, দুইজন কনিষ্ঠ পরিসংখ্যান সহকারী ও একজন করে চেইনম্যান। অথচ উপজেলা পর্যায়ে, বেশিরভাগ কার্যালয়ে লোকবল নেই।

ডিমলা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক খাঁন বাংলা ট্রিবিউনকে বলেন,‘উপজেলা পর্যায়ে কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি। কষ্ট হলেও কাজের প্রয়োজনে এমন দায়িত্ব নিতে হয়। তবে দ্রুত জনবল সংকটের বিষয়টি পূরণ করা দরকার।’

বর্তমানে জলঢাকা ও সৈয়দপুরে পরিসংখ্যান তদন্তকারী ২ জন, কনিষ্ঠ পরিসংখ্যান সহকারী পদে সদর ও কিশোরগঞ্জে ২ জন, চেইনমান পদে জলঢাকা, নীলফামারী সদর ও ডিমলা উপজেলায় ২ জন দায়িত্ব পালন করছেন।

পরিসংখ্যান ব্যুরো নীলফামারী উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কনক পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা জুড়ে পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকটের প্রভাব পড়েছে। এ ছাড়াও পরিবহন সংকটের কারণে কাজ তদারকি করা বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জেলা কার্যালয়ে একটি গাড়ি থাকার নিয়ম থাকলেও সেটি আজও পাওয়া যায়নি।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে । লোকবল নিয়োগ হলে অফিসগুলোতে কাজের গতি ফিরবে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন