X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাদকের মামলায় এসআই কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ২০:০৮আপডেট : ১৯ জুন ২০১৭, ২০:১০

কারাগার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মিত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৯ জুন) দুপুরে চিন্ময় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শামীম আহম্মেদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসআই চিন্ময় মিত্র বর্তমানে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কর্র্মরত।

বরিশাল বিমানবন্দর থানা পুলিশের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) এসআই শম্ভু কাঞ্জি লাল মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৪ জুলাই নগরীর কাশিপুর থেকে নিধু মিস্ত্রি নামে এক ব্যক্তিকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান আহম্মেদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একট মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিধু।

নিধু জবানবন্দিতে জানান, উদ্ধার করা ফেনসিডিল বিক্রির জন্য এসআই চিন্ময় তাকে সরবরাহ করেছিল। সে এসআই চিন্ময়ের মাসিক বেতনভুক্ত মাদক বিক্রেতা।

শুধু ফেনসিডিল নয় এসআই চিন্ময় দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করেন। পরে বরিশাল নগরীসহ আশপাশে তার নিয়োজিত বেতনভুক্ত মাদক ব্যবসায়ীরা বিক্রি করেন। মহানগর ডিবি পুলিশের এসআই হিসেবে দায়িত্বকালীন সময় মাদক ব্যবসা শুরু করেন চিন্ময়।

পরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি ) পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর এসআই চিন্ময় মিত্র ও নিধু মিস্ত্রিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

আদালত চার্জশিট আমলে নিয়ে ২০১৬ সালের ২২ ডিসেম্বর এসআই চিন্ময় মিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
ওই মামলায় আজ সোমবার আত্মসমর্পণ করলে এসআই চিন্ময় মিত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এসআই চিন্ময়ের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরিশাল থেকে তাকে শাস্তিমূলক বদলি করা হয়। মাদক ব্যবসার মাধ্যমে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে তিনি নামে-বেনামে জমি কিনেছেন। এছাড়াও বিপুল অর্থ-বিত্তের মালিক বনে গেছেন তিনি।

ডিবি থেকে বদলি হলেও বিভিন্ন মামলায় সাক্ষ্য দেওয়ার অজুহাতে বরিশাল নগরীতে আসেন চিন্ময়। তখন এসে তার নিয়োজিতদের দিক-নির্দেশনা দেওয়া ছাড়াও মাদক পৌঁছে দেন তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী