X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

নীলফামারী প্রতিনিধি
২০ জুন ২০১৭, ০৬:১৫আপডেট : ২০ জুন ২০১৭, ০৬:১৫

এবার ঈদের বাজারে নীলফামারীতে চলছে কেনাকাটার ধুম। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে দোকানে দোকানে ক্রেতাদের আনাগোনা। শহরের পৌর মার্কেট, হাজী মকবুল মার্কেট, হাজী মহসিন সড়ক, বড়বাজার ও নীলফামারী পৌর সুপার মার্কেটে বিভিন্ন কাপড়ের দোকানে দেখা গেছে উপচে পড়া ভিড়।

ঈদ কেনাকাটার ব্যস্ততা দোকানে দোকানে সরেজমিনে দেখা গেছে, ক্রেতাদের আকৃষ্ট করতে দোকান দোকানে ঝাড়বাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। গত তিন ধরে জেলা শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে এবারে বেড়েছে আগাম বিক্রি। উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা সাধ আর সামর্থ্যের মধ্যে কেনাকাটা করছেন নিয়মিত। প্রতিদিনই মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতার আনাগোনা।

জেলা শহরের হাজী মকবুল হোসেন মার্কেটে কথা হয় সদরের কচুকাটা ইউনিয়নের বাজিত পাড়া গ্রামের কৃষক বাবুল হোসেনের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘পরিবারের সব সদস্যের নতুন কাপড় কেনা প্রায় শেষের দিকে। এখন নিজের জন্য একটি পাঞ্জাবি কিনতে এসেছি। তিনি বলেন, সাধ ও সাধ্যের মধ্যে কাপড় কিনতে পেরে বেশ ভালোই লাগছে।’

মার্কেটে আসা গোলাপী বেগম (৩৪) নামের এক নারী ক্রেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার ঈদে পছন্দের কাপড় পাওয়া যাচ্ছে। দামের ব্যাপারেও তেমন ঠেকছে না। পরিবারের সবার জন্য কেনাকাটা করতে পেরে খুশি লাগছে।’

শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, ফতুয়া, শিশুদের জামা কাপড়ে ঠাসা দোকানগুলো ঘুরে পছন্দের পোশাক বাছাই করছেন ক্রেতারা। তাদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক হাসিমুখে দেখাচ্ছেন দোকানদাররা।

দোকান দোকানে আলোকসজ্জা শুক্রবার রাতে শহরের বড় মসজিদ সড়কের সততা বস্ত্রালয়ে দেখা গেছে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়। ওই দোকানে আসা শহরের নিউ বাবুপাড়ার কলেজ পড়ুয়া মিতু আকতার (২০) বলেন, ‘পরিবারের বড় মেয়ে হিসেবে এবারে আগাম কেনাকাটায় নেমেছি। বাবা মা, ছোটবড় সবার জন্য কাপড় কেনা শেষের দিকে। সামর্থের মধ্যে পছন্দের কাপড় পেয়েছি। দোকানের কালেশন থেকে আগাম ভালোটা কিনেছি।’

সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের আইয়ব আলী (৫৫) বলেন, ‘বিভিন্ন দোকানে কাপড় যাচাই করে নিজের পছন্দটা ঠিক করছি। এরপর তুলনামূলকভাবে বেশি পছন্দেরটা কিনে ফেলবো।’

সততা বস্ত্রালয়ের মালিক আসাদুল হক বলেন, ‘এবারে নারীদের পছন্দ দেশি শাড়ি। এর মধ্যে সিল্ক, টাঙ্গাইল, হাফ সিল্ক শাড়ির চাহিদা বেশি। ক্রেতারা জামদানি কম কিনছেন। দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে।

অপরদিকে, ‘বিদেশি থ্রিপিস বিক্রি হচ্ছে বেশি। সাড়ে তিন থেকে ১০ হাজার টাকার মধ্যে ভারতীয় ফ্লোর টাচ, বাধন, গঙা, ভরসা, গাউন, বিনয়, বরুস কিনছে ক্রেতারা।’

হাজী মকবুল হোসেন মার্কেটের কালারস এর মালিক আব্দুর রাজ্জাক (৩৭) বলেন, ‘এবার ধান চালের দাম বেশি, তাছাড়া চাকুরীজীবীরাও মাসের শুরুতে বেতন বোনাস পেয়েছেন, এজন্যই আগাম বিক্রি বেড়েছে। পাশাপাশি পণ্যের দাম ভাল পাওয়ায় অন্যান্য পেশার মানুষের সঙ্গে কৃষকরাও কেনাকাটা করছেন মন ভরে।’

/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা