Vision  ad on bangla Tribune

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি১৫:৪০, জুন ২০, ২০১৭

ধর্ষণগোপালগঞ্জের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২০ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খালিদ মিয়াকে (২৫) আটক করেছে। সে একই গ্রামের কুঠি মিয়া শরীফের ছেলে।

নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীর চাচা জানান, সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় তাদের মেয়ে। পথে বখাটে খালিদ মিয়া তার পিছু নেয়। এ সময় মেয়েটি খালিদের চাচার বাড়ির সামনে পৌঁছালে জোর করে তাকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালিদ মিয়াকে আটক করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও মামলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

/বিএল/   

 

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ