X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৯:৪৮আপডেট : ২০ জুন ২০১৭, ১৯:৪৮

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশসহ সিরাজগঞ্জ ও কাজিপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এ উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। কেননা নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র করছে এবং আগামীতেও করবে।’

মঙ্গলবার (২০ জুন) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সমাবেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিম স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে, সে যত বড় নেতা বা কর্মী হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। কাজিপুরে দলীয় কর্মীদের মাঠে নামার জন্য সাবেক এমপি তানভীর শাকিল জয়ের নেতৃত্বে নির্বাচনি সেল গঠনেরও ঘোষণা দেন মন্ত্রী। এছাড়া, প্রতিটি ভোট কেন্দ্রে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কেন্দ্র কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।

পরে দুপুরে তিনি কাজিপুরে গণপূর্ত বিভাগের নির্মাণাধীন পাঁচ’শ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজের অগ্রগতি, পানি উন্নয়ন বিভাগের মেঘাই স্পারের সংস্কার কাজ ও এলজিইডি’র বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বিকালে কাজিপুরের শুভগাছায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌনে আট কি.মি.বিদ্যুৎ লাইনের সাড়ে পাঁচশ’ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজাহার আলী, ডিজিএম মিজানুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা