X
শনিবার, ৩০ মার্চ ২০২৪
১৬ চৈত্র ১৪৩০

‘সরকার চায় না কেউ ভিক্ষা করুক’

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুন ২০১৭, ০০:০২আপডেট : ২১ জুন ২০১৭, ০১:৫৫





ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন (ছবি- প্রতিনিধি) সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ইফতার অনুষ্ঠান করেছে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ জুন) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে যোগ দেন চার শতাধিক অনগ্রসর নারী-পুরুষ। ইফতার শেষে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার নুর হোসেন সজল।

ইফতারপূর্ব আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমরা সবাই আল্লাহর বান্দা। সবাই সমান। নানা কারণে আমরা কেউ কেউ পিছিয়ে পড়লেও, কাউকেই অবহেলা করাও আমাদের কাজ নয়।’

জেলা প্রশাসক বলেন, ‘সরকার দেশে আর কোনও ভিক্ষুক দেখতে চায় না। কেউ ভিক্ষা করুক সরকার তাও চায় না। যারা এতদিন সাতক্ষীরায় ভিক্ষুক হিসেবে পরিচিত ছিলেন, তারা আজ পুনর্বাসিত নাগরিক। সমাজে তাদের সমান অধিকার।’

পিছিয়ে পড়া মানুষদের নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠান। ছবি-প্রতিনিধি জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন, ‘খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের পৃষ্ঠপোষকতায় খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত বিভাগ হিসেবে ঘোষণা করার কাজ চলছে। এরই মধ্যে জেলায় জেলায় এই তৎপরতা বহুদুর এগিয়ে গেছে।’ সাতক্ষীরা জেলা অচিরেই ভিক্ষুকমুক্ত হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা অনেকটাই সফল হয়েছে।’ তিনি পিছিয়ে পড়া এসব মানুষকে পুনর্বাসিত করার কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

পিছিয়ে পড়া মানুষদের নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠান। ছবি-প্রতিনিধি ইফতার মাহফিলের বিশেষ অতিথি পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, ‘দেশকে ভিক্ষুকমুক্ত করে পুনর্বাসনের মধ্য দিয়ে এসব অনগ্রসর মানুষকে সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সবাই একীভূত হয়ে কাজ করছি।’

আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী এএনএম মায়নুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। ইফতারে অনুষ্ঠানে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল লতিফ খান, এনডিসি আবু সাঈদ, সাতক্ষীরা পৌরসভার সকল কাউন্সিলর এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা। অনুষ্ঠানে মোনাজাত করেন উপজেলা মসজিদের ইমাম আবদুল জলিল।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেহরি খেয়ে রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কেটে কলেজছাত্রের মৃত্যু
সেহরি খেয়ে রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কেটে কলেজছাত্রের মৃত্যু
ঢাকায় এসেই আটকে গেল ‘ক্রু’!
ঢাকায় এসেই আটকে গেল ‘ক্রু’!
মালয়েশিয়ায় ইসরায়েলিকে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার তিন
মালয়েশিয়ায় ইসরায়েলিকে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার তিন
উপজেলা নির্বাচনে এমপিরা প্রভাব বিস্তার করলে দল মেনে নেবে না: ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনে এমপিরা প্রভাব বিস্তার করলে দল মেনে নেবে না: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
তোকমা খাওয়ার ১৪ উপকারিতা
তোকমা খাওয়ার ১৪ উপকারিতা
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
শিক্ষক নিয়োগে বৈষম্য, আদালতের আদেশ মানছে না এনটিআরসিএ
শিক্ষক নিয়োগে বৈষম্য, আদালতের আদেশ মানছে না এনটিআরসিএ
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা