X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

'বিএনপির গাড়িবহরে হামলাকারীরা আ. লীগের অঙ্গ সংগঠনের'

চট্টগ্রাম ব্যুরো
২১ জুন ২০১৭, ১৪:৩৩আপডেট : ২১ জুন ২০১৭, ১৫:৫২

চট্টগ্রামে বিএনপির গাড়িবহরে হামলা চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় যাদের আসামি করা হয়েছে তারা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন অভিযোগ দায়েরকারী আইনজীবী। মামলার বাদী অ্যাডভোকেট এনামুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাদেরকে আসামি করা হয়েছে তাদের অনেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। আমরা ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং এলাকায় খোঁজ খবর নিয়ে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের নামে মামলা দায়ের করেছি।’

আসামিদের মধ্যে মধ্যে অনেকে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলেও জানান তিনি। এনামুল হক

গত ১৮ জুন রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় আজ বুধবার (২১ জুন) চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ’র আদালতে মামলা দায়ের করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।    

মামলায় আসামিদের রাজনৈতিক পরিচয় কেন উল্লেখ করা হয়নি- এই প্রশ্নের জবাবে বাংলা ট্রিবিউনকে এনামুল হক বলেন, ‘মামলার এজহারে আমরা দলীয় পরিচয় প্রকাশ করতে চাইনি। তবে এটা সত্য মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত।’ আহত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি আরও বলেন, ‘ঘটনা কারা ঘটিয়েছে সেটা শুরুতেই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু দলের হাইকমান্ডের নির্দেশ না থাকায় মামলা করা যায়নি। আজ হাইকমান্ড থেকে নির্দেশ আসার পর মামলা দায়ের করা হয়েছে।’

অ্যাডভোকেট এনামুল হক আরও জানান, এই মামলায় এখনও আদালত আদেশ দেননি। বিকালের মধ্যে হয়তো আদেশ দিতে পারেন। তবে মামলায় প্রাথমিক যুক্তিতর্ক হয়েছে। বিকালে আদেশ পেলে বোঝা যাবে মামলাটি কারা গ্রহণ করছে। সংশ্লিষ্ট থানা নাকি আদালত নিজে মামলাটি গ্রহণ করবেন তখন এটি নিশ্চিত হওয়া যাবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ‘মামলাটি দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় দায়ের করা হয়েছে। মামলায় শুধু যারা ঘটনাস্থলে ছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িত তাদের আসামি করা হয়েছে। নির্দেশদাতা কিংবা পরিকল্পনাকারী হিসেবে কাউকে আসামি করা হয়নি।’ চট্টগ্রামে বিএনপির গাড়িবহরে হামলা

মামলায় আসামি করার বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলায় ছাত্রলীগের নিরপরাধ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আমি ঘটনার দিন রাঙ্গুনিয়ায় ছিলাম না। প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকেও এই মামলায় আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীরা বিভিন্ন অজুহাতে আমাদের নামে মামলা-হামলা করবে এটা জেনেই আমরা রাজনীতি করি। সুতরাং এই মামলা নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই। দায়ের হওয়া এই মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়ে যাবো।’

উল্লেখ্য, পাহাড় ধসের দুর্গতদের দেখতে রবিবার (১৮ জুন) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি দল রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসাখালী এলাকায় গাড়িবহরটি হামলার শিকার হন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মীর ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ ১৫ জন আহত হন।

/এফএস/ 

আরও পড়ুন- 

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা
পাহাড়ে গাড়ি বহরে হামলায় মির্জা ফখরুল আহত

এই হামলার জন্য আ. লীগের লোকজন দায়ী: আমির খসরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়