X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৯ দিন পর খুলে দেওয়া হলো রাঙামাটি-চট্টগ্রাম সড়ক

রাঙামাটি প্রতিনিধি
২১ জুন ২০১৭, ২০:৫৫আপডেট : ২১ জুন ২০১৭, ২১:০১

৯দিন পর খুলে দেওয়া হলো রাঙামাটি-চট্টগ্রাম সড়ক (ছবি- প্রতিনিধি) নয় দিন বন্ধ থাকার পর বুধবার (২১ জুন) থেকে খুলে দেওয়া হলো রাঙামাটি-চট্টগ্রাম সড়ক। দুপুরে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এন সিদ্দিক, সেনাবাহিনীর চট্টগ্রাম বিভাগীয় প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
গত ১৩ জুন মঙ্গলবার প্রবল বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের শালবাগান এলাকায় ১৫০ মিটার সড়ক ধসে পড়ে। এরপর থেকে রাঙামাটির সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করেন সওজ এবং সেনাবাহিনী। এক সপ্তাহ ধরে দিনরাত পরিশ্রমের পর বুধবার দুপুরে সড়কটি হালকা যান চলাচলের উপযোগী করে খুলে দেওয়া হয়।

আগামী এক মাসের মধ্যে সড়কটি সব ধরনের যান চলাচলের উপযোগী করা হবে বলে জানান সড়ক ও যোগাযোগ সচিব এবং সেনাবাহিনীর জিওসি।

কম সময়ে যান চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এলাকার সাধারণ লোকজন।

চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, ‘আপনাদের কথা দিয়েছিলাম কয়েকদিন আগে। তিন দিন পর যান চলাচলের জন্য রাস্তাটি খুলে দেবে এর মধ্যে বৃষ্টি হয়েছে তারপরও আমাদের ইঞ্জিয়ারিং কোর এবং সড়ক ও জনপথ বিভাগ একত্রে মিলে একটা অসাধ্য সাধন করেছি। গত ১৩ তারিখ থেকে এই রাস্তায় চলাচল বন্ধ ছিল। মানুষের যে ভোগান্তি ছিল, তা আজ থেকে সমাধান হলো। আর যেখানে সমস্যা আছে, তাও সমাধান করা হবে। এই রাস্তার ছোট গাড়ির জন্য কোনও সমস্যা হবে না।’

সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এন সিদ্দিক বলেন, ‘এটি একটি প্রকৃতিক দুর্যোগ। এটা থেকে উত্তোরণের জন্য ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা চাচ্ছি, এখানে দুই ধাপে কাজ হবে। প্রথম পর্যায়ে এখানে যে ফসল উৎপাদন হয় তা রাঙামাটির বাইরে নিতে পারে সেই জন্য যতগুলো জায়গা ক্ষতি হয়েছে সেসব স্থান দ্রুত সময়ে চলাচলের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী ব্যবস্থায় ভবিষ্যতে আর যাতে এমন ঘটনা না ঘটে সেই ব্যবস্থাও নেওয়া হবে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো