X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান তরিকুলের

যশোর প্রতিনিধি
২২ জুন ২০১৭, ০০:১৩আপডেট : ২২ জুন ২০১৭, ০০:৩০

যশোরে এক ইফতার ও দোয়া মাহফিলে তরিকুল ইসলাম (ছবি- যশোর প্রতিনিধি)

দেশবাসীর প্রতি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের লড়াইয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির তরিকুল ইসলাম।

বুধবার (২১ জুন) যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তরিকুল ইসলাম বলেন, ‘৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন হতে চলেছে। তাই দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই, ন্যায় বিচার পাবার অধিকার নেই। এমনকি, বিচার চাওয়ার মতো পরিস্থিতিই নেই। তাই অস্তিত্ব রক্ষায় এক হয়ে লড়াই করতে হবে। তবেই সফলতা আসবে।’

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হুদার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর মোল্লা, রফিকুর রহমান তোতন, অ্যাড. মুহম্মদ ইসহক, গোলাম রেজা দুলু, অ্যাড. নজরুল ইসলাম, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, সদর উপজেলা সভাপতি নূর উন নবী, নগরের সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, হাজী আনিছুর রহমান মুকুল, চৌগাছা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, শাহদাৎ উল্লাহ লাল্টু, বদিউজ্জামান ধনি, এম তমাল আহমেদ, আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. আবু মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুলসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান