X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় ফিরতি টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১১:০৯আপডেট : ২২ জুন ২০১৭, ১১:৩২

বগুড়া বগুড়ার বাস কাউন্টারগুলো থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ফেরার আগাম টিকিট সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। প্রতি টিকিটে একশ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

তবে লাইন ধরেও অনেকে খালি হাতে ফিরে আসছেন। গত বুধবার সকাল থেকে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। তবে দুপুরের আগেই বলা হয় ৩ জুলাই পর্যন্ত সব টিকিট শেষ। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে আসা জনগণের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল থেকে আগাম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়। সকাল থেকেই শহরের সাতমাথা, ঠনঠনিয়াসহ বিভিন্ন স্থানে বাস কাউন্টারগুলোতে মানুষ টিকিটের জন্য ভিড় করছেন। অধিকাংশ কাউন্টারে সকাল ১০টার পর টিকিট শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে যানজট, খালিগাড়ি নিয়ে ফেরাসহ বিভিন্ন অজুহাতে ঢাকার ৩৫০ টাকার সাধারণ টিকিট কমপক্ষে ৪৫০ টাকা নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

শহরের সেউজগাড়ি এলাকার রায়হান আলী জানান, ‘আমি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি। আপনজনদের সঙ্গে ঈদ করতে আগেই বাড়িতে এসেছি। বুধবার সকাল থেকে ফিরতি টিকিট বিক্রির কথা ছিল। কিন্তু বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এসআর ট্রাভেলস্, শ্যামলী পরিবহন, শাহ্ ফতেহ আলী পরিবহণের কাউন্টারে গিয়ে টিকিট পায়নি। সব কাউন্টার থেকে বলা হয়েছে ৩ জুলাই পর্যন্ত সব টিকিট শেষ। তবে বেশি টাকা দিয়ে একটি টিকিট ম্যানেজ করেছি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কাউন্টার থেকে দালালের মাধ্যমে অধিক দরে টিকিট বিক্রি করা হচ্ছে। এটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এসআর ট্রারাভেলসের কাউন্টার ম্যানেজার শাহাদত হোসেন ঝন্টু জানান, ‘সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ৩ তারিখ পর্যন্ত সব টিকিট বিক্রি শেষ। তবে খালি গাড়ি নিয়ে ফেরত আসায় এবং যানজটে বেশি তেল খরচ হওয়ায় টিকিট প্রতি একশ টাকা বেশি নেওয়া হচ্ছে।’

দুপুরে কাউন্টার থেকে অনেকে টিকিট না পেয়ে ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাত্রীরা এমন মিথ্যা অভিযোগ করেই থাকেন।’

একই মন্তব্য করে শ্যামলী পরিবহনের ম্যানেজার বলেন, ‘সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত আগামী ৩ জুলাই পর্যন্ত সকল টিকিট বিক্রি করা হয়েছে।’

টিআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার আবদুল মান্নান মণ্ডল জানান, ‘আমরা আগাম টিকিট বিক্রি করছি না। ঈদের পর তাৎক্ষণিক টিকিট বিক্রি করবেন।’

তবে বাড়তি মূল্য নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!