X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘মাঝে মাঝে কিছু ক্রেতা আসেন কিন্তু বাজেটের সঙ্গে দাম না মিলায় চলে যান’

নেত্রকোনা প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১৬:২৭আপডেট : ২২ জুন ২০১৭, ১৬:৩২

অলস সময় পার করছে বিক্রেতারা (ছবি- ময়মনসিংহ প্রতিনিধি)

‘মাঝে মাঝে রাতের বেলায় অল্প কিছু ক্রেতা আসেন। দামের সঙ্গে বাজেটের মিল না থাকায় তারা শুধু দেখে  চলে যায়।’ এ ভাবেই কথাগুলো বলছিলেন নেত্রকোনার মদন উপজেলার সর্ববৃহত মহিউদ্দিন মার্কেটের এক ব্যবসায়ী। এবার নেত্রকোনার হাওর অঞ্চলের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের কোনও ভীর নেই। একই অবস্থা হাওরের সব চেয়ে বড় বাজার ‘লেপসিয়া’র মসলার দোকান, মুদি দোকান, টেইলার্সসহ সব দোকানের।

তিনি আরও  বলেন, ‘ঈদের আর মাত্র তিন দিন বাকি অথচ মানুষের কেনা-কাটা অন্য সময়েরও চেয়ে অনেক কম।’

নেত্রকোনার হাওর এলাকায় কাপড়ের দোকানে ক্রেতা নেই( ছবি-নেত্রকোনা প্রতিনিধি)

এ অবস্থার জন্য দায়ী আগাম বন্যা ও পাহাড়ি ঢল। বন্যা ও পাহাড়ি ঢলে মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ ১৩টি হাওরের বোরো ফসল তালিয়ে গেছে। এর মধ্যে ১০০ ভাগ ক্ষতির সম্মুখিন হয়েছে খালিয়াজুরী উপজেলার বোরো ফসল। বন্যায় এ উপজেলার ২৫ হাজার পরিবার ক্ষতির মুখে পড়েছে। অন্য বছর ঈদ আসলেই হাওর পাড়ের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভীর থাকে, কিন্তু এ বছর এর চিত্র একেবারে ভিন্ন।

ক্রেতা নেই মশলার দোকানগুলোতেও ( ছবি- নেত্রকোনা প্রতিনিধি)

খালিয়াজুরী উপজেলা সদরের জয় বস্ত্রালয়ের সত্বাধিকারী মানিক দে জানান, প্রতি ঈদে হাওরের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভীর থাকে, কিন্তু এ বছর মানুষের ঘরে ধান নেই,তিন বেলা ঠিক মতো খাবারই খেতে পারছে না, ঈদের কেনা কাটা করবে কি দিয়ে।

 বাজারের মায়া টেইর্লাস এর মালিক, জহির উদ্দিন বলেন,‘ভাই এ বছর মানুষের মাঝে ঈদের কোনও আমেজ নেই, তাই আমাদের অবস্থাও ভালো না। কারণ এই ব্যবসার উপরই আমাদের রুটি রুজি।

একই অবস্থা মদন-মোহনগঞ্জ এলাকার বাজারগুলোর। ক্রেতা নেই, দিন ভর অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। দোকান মালিকরা বলছেন,‘ঈদে কর্মচারীদের বেতন কিভাবে দিবেন তা নিয়েই তারা চিন্তিত।’

মদর উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা জাহির হোসেন বলেন, ‘ভাই সকাল থেকে মার্কেটে ছেলে-মেয়ে নিয়ে ঘুরছি কিন্তু কিছুই কিনে দিতে পারছি না। হাতে টাকা নেই। সব কিছুর দাম বেশি তাই সন্তানদের বলছি যে কোনও একটা জিনিস কিনতে।( হয় জামা না হয় জুতা)।

হাওর এলাকার কাপড়ের দোকান (ছবি- নেত্রকোনা প্রতিনিধি)

এ অঞ্চলের কয়েকজন বাসিন্দা জানান, আমাদের ঘরে খাবারই নেই ঈদ করব কি দিয়ে। তাই ছেলে মেয়েদের মনে কোনও ঈদ। এ সব এলাকার মানুষের মধ্যে অনেকেরই চিনি সেমাই কেনার সাধ্য নেই।

সরকারিভাবে ঈদের কোনও সাহায্য পায়নি এসব অঞ্চলের মানুষ। কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতা-কর্মীদের পক্ষ থেকেও বিতরণ করা হয়নি ঈদ সামগ্রী। ফলে হতাশার ছাপ এ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের চোখে মুখে।

/জেবি/

আরও পড়তে পারেন: মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার