X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের চারমাস ধরে আদালত বর্জন: বিচার কার্যক্রম স্থবির

পঞ্চগড় প্রতিনিধি
২২ জুন ২০১৭, ২০:৪৮আপডেট : ২২ জুন ২০১৭, ২০:৪৮

আইনজীবীদের চারমাস ধরে আদালত বর্জন: বিচার কার্যক্রম স্থবির

জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পঞ্চগড় সদরের জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান সরকারের আদালত প্রায় চার মাস ধরে বর্জন করে আসছেন আইনজীবীরা। এতে প্রায় চার হাজার দেওয়ানি মামলার বিচার কাজ ব্যাহত হচ্ছে। তিনি আবার একই সঙ্গে তেঁতুলিয়া, আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলার সহকারী জজ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ কারণে চারটি উপজেলার দেওয়ানী মামলার কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

গত ৮ মার্চ আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির বিশেষ বর্ধিত সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। সেই থেকে আদালত বর্জন অব্যাহত রয়েছে। আইনজীবীদের দাবি অবিলম্বে এই বিচারককে স্থানান্তর করা হোক।

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদরের জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আদালতে বিভিন্ন সময় জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক ও অবিচারক সুলভ আচরণ করেন। গত ৭ মার্চ জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উল আলমের সঙ্গে অবিচারক সুলভ ও অসৌজন্যমূলক আচরণ করায় আইনজীবীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে পরদিন ৮ মার্চ দুপুরে বিশেষ বর্ধিত সভা আহ্বান করে জেলা আইনজীবী সমিতি। সভায় সর্ব সম্মতিক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসানের অপসারণের দাবিসহ তার আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ‘আমরা এই বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত তার আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করেছি।’

আদালতে আসা একটি মামলার বিবাদী মজিবর রহমান বলেন,‘চার মাস ধরে খালি ঘুরছি। কোনও আইনজীবী আদালতে যাচ্ছেন না। খালি তারিখ পড়ছে।’

সরকারী কৌঁসুলি (জিপি) মো. আফজাল হোসেন বলেন,‘আইনজীবীদের দীর্ঘদিন আদালত বর্জনের ফলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেওয়ানি মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে এ অবস্থার অবসান হওয়া দরকার।’

এ ব্যাপারে জ্যেষ্ঠ সহকারী জজ এজিএম মনিরুল হাসান কোনও মন্তব্য করতে রাজি হননি।

/জেবি/

আরও পড়তে পারেন: হাকালুকি পাড়ের অর্ধশত গ্রাম প্লাবিত, ২৫ হাজার মানুষ পানিবন্দি 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি