X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬০০ যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১১:৫২আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:৫২

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬০০ যান মুন্সীগজের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য শুক্রবার সকাল থেকেই ঈদের ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। ১৮টি ফেরি দিয়ে শিমুলিয়া থেকে কাঠালবাড়ি ঘাট পর্যন্ত প্রায় ৭০০ ছোটবড় গাড়ি ও প্রায় ৫০০ মোটরসাইকেল এরইমধ্যে পারাপার হয়েছে। তবে নদী পার হওয়ার অপেক্ষায় এখন পর্যন্ত আরও প্রায় ৬০০ যানবাহন ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক শাহ নেওয়াজ বলেন, প্রায় ৬০০ গাড়ির মতো পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রাইভেটকারের সংখ্যাই বেশি। যানবাহন আরও বাড়তে পারে। তবে আমরা যাত্রীবাহী গাড়িকে প্রাধান্য দিয়ে পারাপার করছি। ১৮ টি ফেরির সবগুলো চালু আছে।’
এদিকে, ফেরি লোড-আনলোড করতে সময় বেশি লাগায় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে, সি বোট ও লঞ্চে করেও শত শত যাত্রীকে পদ্মা পার হতে দেখা গেছে।
এদিকে লঞ্চে বেশি ভাড়া আদায় করছে বলে কয়েকজন যাত্রী অভিযোগ করেন। তবে লঞ্চ মালিক ইকবাল হোসেন জানান, লঞ্চে যাতায়াতে ভাড়া লাগে ৩০ টাকা করে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। তবে কেউ বেশি দাবি করলে তার ব্যাপারে অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট