X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১২:২৪আপডেট : ২৩ জুন ২০১৭, ১২:৩৬

চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে ঈদের বাকি আর মাত্র দুদিন। দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার অন্যতম রুট পাটুরিয়া ফেরিঘাট। তাই ঈদের আগে এই নৌরুটে প্রচণ্ড গাড়ির চাপ থাকে। কিন্তু আজকের চিত্র ভিন্ন। শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় পাটুরিয়া ফেরিঘাটে দেখা যায় মাত্র ১৫টি বাস ফেরি পারাপারের অপেক্ষায়। তবে দুপুরের পর থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলোর চাপ বাড়তে পারে বলে জানিয়েছে ফেরি সংশ্লিষ্টরা। পাটুরিয়া ফেরিঘাটে কর্তব্যরত ফেরি সেক্টরের কর্মকর্তা সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল আঙুলের কড় দিয়ে গুনে গুনে জানালেন, এই মুহূর্তে ফেরি পারের অপেক্ষায় মাত্র ১৫টি দূরপাল্লার কোচ। পাশাপাশি প্রাইভেটকার এবং মাইক্রোবাস আছে দুশ থেকে তিনশ। গাড়িগুলো ঘাটে আসা মাত্রই ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। যা রীতিমতো অবাক করার মতো।

তিনি আরও জানান, দুপুরের পর থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলোর চাপ বাড়তে পারে। তবে তারাও ১৭টি ফেরি প্রস্তুত রেখেছেন। ফেরি বহরে আরও দুটি ফেরি খুব সহসা যোগ হওয়ার কথা জানালেন এই দায়িত্বশীল কর্মকর্তা।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটে দায়িত্বরত নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে রীতিমত ফুরফুরে ভাব নিয়ে খোশ মেজাজে যানবাহনের চালকরা ফেরি ঘাটে আসছেন আর  হু-হু করে ফেরিতে উঠে যাচ্ছেন।’ ফেরিঘাট এলাকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও যানবাহনের চাপ দেখা যায়নি।

পাটুরিয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। ঘাট এলাকাসহ সড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে তাদের সদস্য। এখনও যাত্রীবাহী বাসের কোনও ধরনের চাপ নেই। শুধুমাত্র ছোট গাড়ির চাপ রয়েছে তাও নিয়ন্ত্রণের মধ্যে। এদিকে ঢাকা-আরিচা সড়কেও নেই যানবাহনের চাপ।

/বিএল/

আরও পড়ুন:
ঈদ যাত্রায় বিপাকে কাছের যাত্রীরা

তিল ধারণের জায়গা নেই ট্রেনে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা