X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চাপ সামলাতে অতিরিক্ত যাত্রী বহন!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৪:৪০আপডেট : ২৩ জুন ২০১৭, ১৫:০৬





মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট। ছবি- প্রতিনিধি ঈদে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুর ও মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে। অতিরিক্ত যাত্রী পারাপার করতে দেখা গেছে লঞ্চে। সংশ্লিষ্টদের দাবি ঘরমুখো মানুষের চাপ সামলাতেই অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।



মাদারীপুর প্রতিনিধি জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শুক্রবার ভোর থেকে লঞ্চ, স্পীডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে।
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে আরো যোগ করা হয়েছে বাড়তি ২টি কে-টাইপ ফেরি। এছাড়া এই নৌরুটে নিয়মিত ৮৭টি লঞ্চ ও ১শ’ টিরও বেশি স্পীডবোট চলাচল করে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ৩শ’র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে ঈদের সেবা নিশ্চিত করতে কাঁঠালবাড়ি ফেরিঘাটের পাশাপাশি পুরোনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে। তবে, লঞ্চ ও স্পিডবোট অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা দেখা গেছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
স্পীডবোট ও লঞ্চগুলোতে নজরদারি বাড়িয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কাজ করছে। নদীতে স্রোত থাকলে যাত্রীদের ফেরিতে পারাপার করা হবেও জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে অতিরিক্ত যাত্রী নিয়েই লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। লঞ্চ মালিকরাও বিষয়টি স্বীকার করে বলেন, এটা দেখার দায়িত্ব লঞ্চ মালিকদের নয়, পুলিশের।
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুট। ছবি- প্রতিনিধি অতিরিক্ত যাত্রী সম্পর্কে লঞ্চ মালিক ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে জিজ্ঞেস করেন কেন? পুলিশকে বলেন। এসব দেখার জন্য পুলিশ, বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ, প্রশাসন ও ট্রাফিক ইন্সপেক্টর আছে। তারা অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে দেয় কেন?’ অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য মালিকদের কি কোনও দায়িত্ব নেই-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাত্রীদের আটকানো যায় না। মালিকের কর্মচারী থাকে ৪-৫ জন। তারা কিভাবে যাত্রীদের থামিয়ে রাখবে?’
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘাটে অতিরিক্ত যাত্রীর অনেক চাপ পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে চারটি মোবাইল কোর্ট, পুলিশ, র‌্যাব দিয়ে যাত্রীদের ভ্রমণ ভোগান্তি কমানোর চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী নিয়ে যেন ঘাট থেকে লঞ্চ ছেড়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা হয়েছে।’
অন্যদিকে সীবোট পারাপারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তারা বাংলা ট্রিবিউনকে বলেন, ১২০ টাকার স্পীডবোট ভাড়া নিচ্ছে ২ শত টাকা। উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা শুনেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
এদিকে নিয়ম বহির্ভুতভাবে বাল্কহেড চলার কারণে দুইজনকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
/এনআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন