X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পর্যটক নেই রাঙামাটিতে

জিয়াউল হক, রাঙামাটি
২৩ জুন ২০১৭, ১৫:৩৩আপডেট : ২৩ জুন ২০১৭, ১৫:৩৩

পর্যটকশূন্য রাঙামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে গত কয়েক বছরে পর্যটন হয়ে উঠেছে পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। আধুনিক হোটেল-মোটেলের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও পর্যটনকেন্দ্রিক ব্যবসায় জড়িয়েছে। আর এ ব্যবসার বড় অংশই হয় ঈদ ঘিরে। তবে সেই সম্ভাবনায় এবার শঙ্কা সৃষ্টি করেছে পাহাড় ধস। যে কারণে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই প্রথম একেবারেই পর্যটকশূন্য রাঙামাটি।


পার্বত্য রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় পুরো পার্বত্য অঞ্চলে চলছে আতঙ্ক। বুধবার (২১ জুন) বিকাল থেকে রাঙামাটির সীমিত পরিসরে হালকা যান চলাচল শুরু হলেও পর্যটকদের ভীতি এখনও রয়েই গেছে। আসন্ন ঈদ ও ঈদ-পরবর্তী ভ্রমণ মৌসুমে বিভিন্ন হোটেল-মোটেলে যারা আগাম বুকিং দিয়েছেন, তা বাতিল করছেন। আবার যোগাযোগের ব্যবস্থা কিছুটা উন্নতি হওয়ায় ঈদকে সামনে রেখে কেউ কেউ বুকিংও দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন কমপ্লেক্স পরিচালিত ‘পর্যটন হলিডে কমপ্লেক্স’ এর ম্যানেজার অলক বিকাশ চাকমা।
পর্যটকশূন্য রাঙামাটি বনানী টেক্সটাইলের ম্যানেজার বাপ্পী মারমা বলেন, রাস্তা ভালো না থাকায় গত কয়েকদিন কোনও পর্যটক আসেনি। তারা না আসলে আমাদেরও ব্যবসা বন্ধ থাকে। খুশির খবর হলো ঈদের আগে ছোট পরিসরে রাস্তা খুলে দেওয়া হয়েছে। আমরাও এই সময়ের জন্য বসে থাকি। ঈদ মৌসুমে পর্যটকের ভিড় বাড়লে আমাদের ব্যবসাও ভালো হয়। আশা করছি ভালোই হবে।’
পর্যটন ঘাটের বোর্ড মালিক আব্দুর সবুর বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয়, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হওয়ায় কয়েক সপ্তাহ হলো রাঙমাটিতে কোনও পর্যটক আসেনি। ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তা খোলা থাকায় এখন রাঙামাটির সঙ্গে যোগাযোগ চালু হয়েছে। আশা করছি পর্যটকের ঢল নামবে।’
পর্যটনে টিকিট কাউন্টারের ম্যানেজার হিরা রানী মল্লিক বলেন, ‘আমরাও আশা করে বসে থাকি ঈদ মৌসুমের জন্য। এবার ঈদের আগে পাহাড় ধসের কারণে কিছুটা কম হওয়ার আশঙ্কা করছি। তারপরও আশা রাখছি যেহেতু রাস্তা চালু হয়েছে তাই পর্যটক আসবে।’ পর্যটকশূন্য রাঙামাটি
রাঙামাটি হোটেল মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আসাদ বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয়, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার কারণে কিছু বুকিং আমাদের বাতিল হয়েছিল। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সেগুলো আবার বুকিং শুরু হয়েছে। আবার কেউ কেউ আশ্রয় কেন্দ্রের মানুষের জন্য ত্রাণ নিয়ে আসার কথা জানিয়েছেন। ঈদের ছুটিতে তারা রাঙমাটি ঘুরে ও এসব মানুষের পাশে দাঁড়ানোর কাজটি করতে চান অনেকেই। আশা করছি পর্যটক মুখর হবে রাঙামাটি।’

বাংলাদেশ পর্যটন কমপ্লেক্স পরিচালিত ‘পর্যটন হলিডে কমপ্লেক্স’ এর ম্যানেজার অলক বিকাশ চাকমা বলেন, ‘এখন পর্যন্ত আমাদের শতকরা ৭০ ভাগ বুকিং রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কিছু বুকিং বাতিল হয়েছিল। এখন আবার বুকিং শুরু হয়েছে। আমরা আশা করছি ঈদে আমাদের টার্গেট পূরণ হবে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই