X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

দেশের অর্থনীতি চরম সংকটে: তরিকুল

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ২৩:০২আপডেট : ২৩ জুন ২০১৭, ২৩:১২

যশোরে ইফতার মাহফিলে তরিকুল ইসলাম (ছবি- যশোর প্রতিনিধি)

দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির তরিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘দেশের মানুষকে এখন মোটা চাল ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। অথচ, এ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে জনগণকে। কোনও পেশার মানুষই আজ ভাল নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে বড় ধরনের ধোকা দিয়েছেন।’

শুক্রবার (২৩ জুন) যশোর ক্লাবে সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, ‘আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। অথচ, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের সকল অধিকারকে গলা টিপে হত্যা করেছে।’ গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটের অধিকার ফিরে পেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বানও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে। পুলিশের বেপরোয়া তৎপরতায় গোটা জাতি জিম্মি। কোনও কারণ ছাড়াই মানুষকে ঘর থেকে তুলে নেওয়া হচ্ছে। পুলিশের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে মানুষ আল্লাহর কাছে হাত তুলছে।’

যশোর ক্লাব চত্বরে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নুর উন নবী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, শার্শা বিএনপির সভাপতি খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান জহির, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই