X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৫০ দিনের ব্যবধানে চৌহালী নদী তীর রক্ষা বাঁধে ৪ বার ধস, শঙ্কায় স্থানীয়রা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১০:৫৪আপডেট : ২৪ জুন ২০১৭, ১০:৫৪

চৌহালীতে যমুনা তীর রক্ষা বাঁধে ধস (ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি) সিরাজগঞ্জের চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পাউবোর যমুনা তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। শুক্রবার সকালে তীর রক্ষা বাঁধের প্রায় দেড়’শ মিটার এলাকা ধসে যমুনা গর্ভে বিলীন হয়েছে। মাত্র ৫০ দিনের ব্যবধানে ওই বাঁধে পর পর চার বার ধসের কারণে স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে বাঁধের স্থায়ীত্ব ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে, ভাঙন ও ধসের পেছনে যমুনায় পানি বাড়া এবং ডাম্পিং জোনের বাইরে প্রবল ‘ব্যাক-হুইলিং’ বা ঘুর্ণাবর্তকে পাউবো থেকে দায়ী করা হয়েছে। তবে ভাঙন কবলিত স্থানীয় লোকজন পাউবোর উদাশীনতা ও তীর রক্ষা বাঁধের নির্মাণ ত্রুটিকেই এর জন্য দায়ী করছেন। তবে চৌহালীর দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পাউবোর লোকজন ও ঠিকাদাররা ধস ঠেকাতে শুক্রবার সকাল থেকে আবারও আগের মতো গতানুগতিক জিওব্যাগ বালির বস্তা ফেরছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাউবো ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনার ভাঙনে বিপর্যস্ত চৌহালী উপজেলার পশ্চিম পাড়ের বাকি অংশ এবং টাঙ্গাইল জেলার কিছু অংশ রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধ ২০১৫ সালের ২৪ নভেম্বর শুরু করা হয়। এরই মধ্যে ওই কাজের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। ২৩ জুন তীর রক্ষা বাঁধের প্রায় দেড়’শ মিটার যমুনা গর্ভে বিলীন হয়। এর আগে ৮ জুন জোতপাড়ায় প্রায় ২০ মিটার অংশ, ২ মে খগেনের ঘাট এবং ১৬ মে আলিয়া মাদ্রাসার কাছে প্রায় ১২০ মিটার অংশ ধসে যমুনায় হারিয়ে যায়।

এদিকে রক্ষা বাঁধের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নিচের ঢালে প্রিচিং অংশে সামান্য স্রোতেই মাটি সরে গিয়ে ব্লক সরে যাচ্ছে। এতে মূল বাঁধটিও ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া জিও ব্যাগ ডাম্পিং জোনের বাইরে প্রবল ‘ব্যাক-হুইলিং’ বা ঘুর্ণাবর্তের কারণে বস্তার নিচ থেকেও মাটি সড়ে গিয়ে লাঞ্চিং অ্যাপ্রোনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ। তিনি আরও বলেন, ‘যমুনার যে বর্তমান অবস্থা তাতে এ বাঁধে আরও ধস দেখা দিতে পারে। ধসের স্থানে সঠিকভাবে বালির বস্তা ডাম্পিং করা হলেও জোনের বাইরে ঘূর্ণাবর্তের কারণে গ্যাপ সৃষ্টি হচ্ছে। আর সে গ্যাপই হচ্ছে ধসের মূল কারণ। যে অনুপাতে বা যে স্থানে জিওব্যাগ বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে, তাকে কাজ হচ্ছে না। পরিকল্পনা ও নকশা পরিবর্তনসহ নতুনভাবে আরও কার্যকরী ব্যবস্থা নিতে হবে।’

/এফএস/

আরও পড়ুন- 

ঈদযাত্রায় রংপুরে ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিক নিহত
পাহাড় কেড়ে নিয়েছে কিছু মানুষের স্বপ্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী