X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে কোথায় কখন ঈদের জামাত

রাজশাহী প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ০৪:০৯আপডেট : ২৫ জুন ২০১৭, ০৪:৩৩
image

রাজশাহীতে কোথায় কখন ঈদের জামাত


সিয়াম সাধনার মাস শেষ হয়ে এসেছে। ঈদের আনন্দে ভাসতে প্রস্তুতি মুসলিমরা। ঈদকে সামনে রেখে বিভাগীয় শহর রাজশাহীতে ঈদের জামায়াতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

রাজশাহীতে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এজন্য ঈদগাহ ময়দান এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই ঈদ জামায়াতের ইমামতি করবেন, হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী।

তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে।

রাজশাহী সিটি করপোরেশন, ইমসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাষ্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া সূত্র জানা গেছে, নগরীর তেরখাদিয়ায় কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ১৫ মিনিটে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে সকাল ৮টায় প্রথম জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

অপরদিকে নগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ৮ টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সাড়ে ৮ টায়, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান, কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দান, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।

নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল পৌনে ৮ টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠ ৮ টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ মাঠ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ মাঠ, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কয়েরদাড়া ঈদগাহ ময়দান ৮টায়, মালদা কলোনী ঈদগাহ ময়দান সোয়া ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ৮টায়, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ ও কাশিয়াডাঙ্গা ঈদগাহ ৮টায়, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, কাজলা ঈদগাহ মাঠ ৯টায়, শিরোইল স্কুল ঈদগাহ মাঠে সোয়া ৮টায়, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে ৮টায়, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ মাঠ সাড়ে ৮টায়, সপুরা শাহী জামে মসজিদ, বিএডিসি ঈদগাহ মাঠ অনুষ্ঠিত হবে।
এছাড়াও ফিরোজাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আমচত্তর আহলে হাদীস মাঠে সকাল সাড়ে ৭টায়, রামচন্দ্রপুর মহলদার পাড়ায় সোয়া ৮টায়, বালিয়াপুকুর জামে মসজিদ ৮ টায়, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ সাড়ে ৮টায়, তালাইমারী বাজারে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহীর মোহনপুর ঈদগাহ মাঠে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বাঘাও ঐতিহাসিক শাহী মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বৈরী আবহাওয়া বিরাজ করলে এ ক্ষেত্রে স্থানীয় মসজিদ সমূহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়