X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বন্দরনগরীতে ৪০৩টি ঈদের জামাত, নিরাপত্তায় মাঠে থাকবে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
২৫ জুন ২০১৭, ০৬:২৯আপডেট : ২৫ জুন ২০১৭, ০৮:৩৭
image

বন্দরনগরীতে ৪০৩টি ঈদের জামাত, নিরাপত্তায় মাঠে থাকবে পুলিশ



অন্যান্য বছরের মতো এবারও ঈদুল ফিতরকে ঘিরে চট্টগ্রাম নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বন্দর নগরীর ৪০৩টি ঈদের জামাতে পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ নজরদারি থাকবে। তবে ১৩৭টি বড় ঈদের জামাতে পোশাকদারি পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় থাকবেন। ঈদকে ঘিরে চট্টগ্রাম নগরীর প্রধান প্রধান বিনোদন কেন্দ্রগুলোতেও থাকবে পুলিশ একই ধরনের নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের জামাতকে ঘিরে আইনশৃংখলা অবনতি হওয়ার কোনও আশংকা নেই। এরপরও মুসল্লিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বদিয়ে আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি। ঈদের জামাতের নিরাপত্তায় পোশাকদারিদের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।’
ইকবাল বাহার বলেন, ‘চট্টগ্রাম নগরীতে মোট ৪০৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা ১৩৭টি ঈদের জামাতে প্রত্যক্ষভাবে নজরদারি করবো। অন্যগুলোও আমাদের পরোক্ষ নজরদারির আওতায় থাকবে।’
সিএমপি কমিশনার আরও বলেন, ‘নগরীর বড় দুটি ঈদের জামাতে পোশাকদারি এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জমিয়াতুল ফালাহ ও আন্দরকিল্লাহ জামে মসজিদ ঈদ জামাতে পুলিশ সদস্যরা মুসল্লিদের তল্লাশি করেই ঈদগাহ তে ঢুকতে দিবেন।’
অন্যদিকে ঈদকে ঘিরে চট্টগ্রামের পর্যটন এলাকাতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ জামাতের পাশাপাশি নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। আক্তারুজ্জামান ফ্লাইওভারটি নতুন নির্মিত হয়েছে, ঈদের দিন এখানে অনেক মানুষের সমাগম হতে পারে। তাই আমরা ওই সময় ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দিবো। সেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তায় থাকবেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের উদ্যোগে এবার নগরীর ৪২ ওয়ার্ডে ১৫৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮ টায় দামপাড়া জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
নগরীর বাকলিয়াস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টা ১০ মিনিটে, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া ৮টায়। এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। করপোরেশনের বাকি ঈদ জামাতগুলো নগরীর ৪১টি অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ঈদগাহ ময়দান ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। ঈদের আগে প্রস্তুত করতে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।
অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর নামাজের প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সবুজ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর প্যারেড ময়দান, চট্টগ্রাম সরকারি কলেজ, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ময়দান, চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ, হযরত শাহ সুফী আমানত খাঁন (র.) দরগাহ মসজিদ ও বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দানসহ নগরীর শতাধিক স্থানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে
/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী