X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় জমজমাট শেষ মুহূর্তের ঈদ বাজার

মাগুরা প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ০৯:২৩আপডেট : ২৫ জুন ২০১৭, ০৯:২৩

মাগুরায় জমজমাট ঈদ বাজার শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে উঠেছে মাগুরার ঈদ বাজার। ঈদের আগ মুহূর্তে বিশেষ করে তৈরি পোশাকের দোকান, শাড়ি, জুতার দোকান, কসমেটিক্স ও বিউটি পার্লারগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। টেইলার্সগুলোতে অর্ডার নেওয়া অনেক আগেই বন্ধ হয়ে গেলেও সময়মত পোশাক ডেলিভারি দিতে দিনরাত কাজ করছেন কর্মীরা।

শহরের জামে মসজিদ রোডে আবস্থিত কাপড় ও জুতার দোকানগুলোতে এতদিন ব্যস্ততা চোখে না পড়লেও এখন এ এলাকায় প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। রাস্তায় মানুষ ও যানবহনের কারণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এ এলাকার কয়েকটি শাড়ির দোকানে দেখা গেল ঈদ উপলক্ষে অতিরিক্ত লোক নিয়োগ করেও ক্রেতা সামলানো কঠিন হয়ে পড়ছে।

বৈশাখী শাড়ি কুটিরের পরিচালক সোহেল আহম্মেদ জানালেন, ‘রোজার প্রথম থেকে বিক্রি ছিল না বললেই চলে। শেষ মুহূর্তে এসে বেচাকেনা বেশ ভালোই হচ্ছে।’

জুতা ব্যবসায়ী জুলফিকার আলী মিলু বলেন, ‘অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হচ্ছে। প্রতিদিনই এখন কয়েক লাখ টাকার জুতা বিক্রি করছি।’

মাগুরা সুপার মার্কেট, বেবি প্লাজা, নুরজাহান কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেটগুলোতেও বেচাকেনা চলছে সমান গতিতে। এখানে শাড়ি, জুতা ছাড়াও গার্মেন্ট্স দোকানগুলোতে ব্যাপক বিক্রি হচ্ছে।

সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ‘শেষ মুহূর্তে সবাই তৈরি পোশাকের দিকে বেশি ঝুঁকছে। মেয়েদেও থ্রিপিছ ও ছেলেদের পাঞ্জাবির ব্যাপক চাহিদা। সেই সঙ্গে বাচ্চাদের পোশাকও খুব বিক্রি হচ্ছে।’

মাগুরায় জমজমাট ঈদ বাজার এদিকে টেইলার্সগুলোকে সঠিক সময় পোশাক ডেলিভারি দিতে রাতদিন কাজ করছেন তাদের কর্মীরা। শহরের সমবায় মার্কেটের বিসমিল্লাহ এমব্রয়ডারির মালিক রনি জানান, ‘আমরা অর্ডার নেওয়া অনেক আগেই বন্ধ করে দিয়েছি। এখন শুধু ডেলিভারি দিচ্ছি। সময় মতো ডেলিভারি দিতে আমরা সারারাত কাজ করছি।’

এদিকে নগরীর বিউটি পার্লারগুলোতে নারীদের উপস্থিতি চোখে পরার মতো। নীলাচল বিউটি পার্লারের কর্নধর মুন্নি জানান, ‘এখন যেকোনো বিউটি পার্লারে কাজ করাতে হলে সিরিয়াল দিতে হচ্ছে। ঈদ যতো এগিয়ে আসবে আমাদের ব্যস্ততা ততই বাড়বে।’

এদিকে মার্কেটের আইন-শৃঙ্খলা মোটামুটি সন্তোষজনক। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘আমরা দিনরাত কাজ করছি। আশা করছি কোনও ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!