X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিজিএফ-এ চালের বদলে গম, তারও মজুত নেই

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৫ জুন ২০১৭, ১০:১৬আপডেট : ২৫ জুন ২০১৭, ১২:৪৯

ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ-এর গম বিতরণ কার্যক্রম

ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে দুস্থদের জন্য বরাদ্দের কথা ছিল চাল। কিন্তু, গুদামে চালের মজুত কম থাকায় প্রশাসনের পক্ষ থেকে বিতরণের সিদ্ধান্ত হয় গম। এরপর বিতরণের সময় দেখা গেছে, চাহিদার ৯০ শতাংশ গমও গুদামে মজুত নেই। যেটুকু গম-চাল আছে তাও মোট চাহিদার অর্ধেক। ময়মনসিংহ জেলায় এমন পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার থেকে সদর উপজেলায় শুরু হয়েছে ঈদের ভিজিএফ বিতরণ।

এদিকে,  যেটুকু গম বিতরণ হচ্ছে তাও পড়েছে দস্যুতার কবলে। অভিযোগ উঠেছে, বিতরণের সময়েই ৩ থেকে ৫ কেজি গম ‘নাই’ হয়ে যাচ্ছে। ভুক্তভোগী দুস্থরা এমন অভিযোগ করলেও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষ এখনও কোনও অনিয়ম খুঁজে পায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে তবেই ব্যবস্থা নেওয়া হবে। ভিজিএফ-এর গম গ্রহণ করছেন এক নারী

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলার ১৩ উপজেলা ও ১১ পৌরসভায় মোট ৮ লাখ ৬৮ হাজার ৬শ’ ৭৮ জন উপকারভোগী কার্ডধারী রয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে তাদের মধ্যে ৮ হাজার ৬শ’ ৫ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ রয়েছে। তবে সংকটের কারণে খাদ্য গুদামে চালের মজুদ কম থাকায় এবার চালের বদলে গম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালের বদলে এখন গমের চাহিদা রয়েছে ১১ হাজার ৫শ’ ৩৬ মেট্রিক টন। এদিকে গমের মজুত নিয়েও রয়েছে সমস্যা। এই বিপুল পরিমাণ গমের চাহিদার বিপরীতে খাদ্য গুদামে মজুত আছে মাত্র ১ হাজার ৭শ’ ১৭ মেট্রিক টন গম। ফলে চাল ও গমের মজুত কম থাকায় ঈদের আগে দুস্থদের মাঝে ভিজিএফ বিতরণ নিয়েই শংকা দেখা দিয়েছে।

খাদ্য গুদামে চাল ও গমের মজুত কম থাকার কথা স্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, জেলায় মজুত চাল ও গম একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হলে ঈদের আগেই অর্ধেক কার্ডধারীর মধ্যে ভিজিএফ বিতরণ করা সম্ভব হবে। তিনি আরও জানান, গত শুক্রবার থেকে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গম বিতরণ চলছে। প্রতি কার্ডধারীকে ১০ কেজি চালের পরিবর্তে ১৩ কেজি গম দেওয়ার কথা জানান তিনি।

এদিকে, যেটুকু ভিজিএফ বিতরণ হচ্ছে তার মধ্যেও পাওয়া যাচ্ছে অনিয়মের অভিযোগ। ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, ভিজিএফ বিতরণের সময় গম কম দেওয়ার অভিযোগ করছেন কার্ডধারীরা। উপজেলার খাগডহর ইউনিয়নের কিসমত গ্রামের হতদরিদ্র সুরুজ আলীর স্ত্রী রোজী বেগম জানিয়েছেন, তিনি পেয়েছেন ১৩ কেজির মধ্যে মাত্র সাড়ে ৮ কেজি গম। তার প্রতিবেশী আমির আলীর স্ত্রী হামিদা বেগম পেয়েছেন ৯ কেজি ও আব্দুল হেকিমের স্ত্রী আক্তারা বানু পেয়েছেন ১০ কেজি গম।

রোজী বেগম বলেন, চাল দেওয়ার কথা থাকলেও দিতেছে গম। আর পাশের দোকানে নিয়ে মাপার পর দেখা যাচ্ছে ১৩ কেজির জায়গায় গম আছে সাড়ে ৮ কেজি।   ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ-এর গম নিতে নারীদের দীর্ঘ লাইন

খাগডহর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা বাদল মেম্বারও একই রকম অভিযোগ করেছেন। তিনি জানান, প্রত্যেক কার্ডধারীর প্রাপ্য হচ্ছে ১৩ কেজি করে গম। কিন্ত তার বদলে তাদের ৮ থেকে সর্বোচ্চ ১০ কেজি করে গম দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কিছুদিন আগে ১০ টাকা দরে চাল বিতরণ নিয়েও চেয়ারম্যান ও মেম্বাররা নানা অনিয়ম করেছিল এবারও দুস্থদের ভিজিএফ বিতরণেও একইরকম অনিয়ম করছে তারা। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম সোহাগ জানান, প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি চালের পরিবর্তে ১২ থেকে সাড়ে ১২ কেজি গম দেওয়া হচ্ছে। তবে মাপের কারণে ১৩ কেজি গম দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতেই গম বিতরণ চলছে, অনিয়মের কোনও সুযোগ নেই।

এদিকে, অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, ভিজিএফ বিতরণে অনিয়ম নিয়ে কোনও কার্ডধারী তার কাছে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কোনও অভিযোগ পাননি বলে জানান তিনি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা