X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনায় রাজনীতিবিদদের ঈদ উৎসবে প্রাধান্য পাচ্ছে নির্বাচনি প্রচারণা

খুলনা প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৫:২৬আপডেট : ২৫ জুন ২০১৭, ১৫:৩০

খুলনা খুলনার রাজনীতিবিদদের মধ্যে ঈদ উৎসবে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা প্রাধান্য পাচ্ছে। প্রধান দুই দলের স্থানীয় শীর্ষ নেতাদের বক্তব্যে ঈদ আনন্দ উৎসবের মধ্যে দলীয় প্রধানের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। শীর্ষ নেতারা রমজান জুড়েই বিভিন্ন ইফতার মাহফিলে আসন্ন নির্বাচনে নিজ নিজ দলকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এক মাস রমজানের সংযমের মধ্যেও চলেছে নির্বাচনি প্রচারনা। এবার আনন্দ, উৎসবের মধ্যেও খুলনায় নির্বাচনি আমেজ সুস্পষ্ট হয়ে উঠছে।

খুলনায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্য দলের শীর্ষ নেতারা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাত পড়তে আগ্রহী। এখানে জামাত শেষে সবাই নিজ নিজ এলাকায় গিয়ে বাড়িতেই অবস্থান নেবেন। বাড়িতে আগতদের সঙ্গে সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী নির্বাচনে তার দলকে কেন বিজয়ী করা প্রয়োজন তা নিয়ে কথা বলবেন।

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, ‘সার্কিট হাউজে ঈদের জামাতের পর মা-বাবার কবর জিয়ারত করে বাসায় ফিরবো। সেখানেই দিনভর নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা ও ঈদের শুভেচ্ছা বিনিময় নিয়ে ব্যস্ত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘রমজান মাস জুড়েই দলের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নাগরিকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ঈদে শুভেচ্ছা বিনিময়কালেও খুলনার উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে সবার প্রতি আহ্বান জানানো হবে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি ঈদই খুলনায় পালন করেছি। ঈদের সার্কিট হাউজ ময়দানের প্রধান জামাতে অংশ নিয়ে বাসায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবো। সেখানে সবার সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবো। তবে এবারের ঈদ হবে অনেকটা নির্বাচনি প্রচারনামূলক। সাক্ষাতকালে আগামী নির্বাচনে কেন নাগরিকরা আওয়ামী লীগকেই ভোট দেবেন সে বিষয়ে কথা বলবেন। দলীয় কর্মীদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। সাধারণ মানুষকে আবারও আওয়ামী লীগকেই ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘খুলনার যতটুকু উন্নয়ন তা এ সরকারের আমলেই হয়েছে। তবে এখনও খুলনার উন্নয়ন আরও বাকি রয়েছে। সে কারণে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ঈদের জামাত শেষে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে বাড়িতেই সাক্ষাতে প্রথম বেলা কেটে যাবে। এরপর বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে সাক্ষাত পর্ব রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে জনগণকে সারা দিতে হবে। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।’ নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে বলে তিনি মনে করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান বলেন, ‘সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে অংশ নিয়ে নিজ বাসায় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করা হবে। দিনভর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, দরিদ্র মানুষের সঙ্গে সাক্ষাত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর খাবার ও পোশাক বিতরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘রমজান মাস জুড়েই এক প্রকার নির্বাচনি প্রচারণা চলেছে। ঈদের দিনও তার প্রতিফলন ঘটা স্বাভাবিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খুলনায় উন্নয়নের এক নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। খুলনায় এখনও অনেক উন্নয়ন বাকি আছে। অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা প্রয়োজন। তাই নগরীবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে খুলনার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়ার আহ্বান জানানো হবে।’

খুলনা সিটি করপোরেশনের মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজামান মনি বলেন, সার্কিট হাউজে ঈদের জামাত শেষে নিজ বাসায় ফিরে গিয়ে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হবো। বাসায় দিনভর নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলবে। এ সময় দলীয় কর্মীদের চেয়ারপারসনের কথা আর আহ্বানগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করার আহ্বান জানানো হবে। পাশাপাশি আগামী নির্বাচনে খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী মাঠে সক্রিয় অবস্থান সুসংহত করার জন্য কর্মীদের উদ্বুদ্ধ করা হবে।’

খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, ‘আবহাওয়া ভালো থাকলে সার্কিট হাউজ ময়দানেই ঈদের জামাতে অংশ নিতে চাচ্ছি।এরপর বাসায় অবস্থান নিয়ে কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাত করবো। এ সময় পল্লীবন্ধুর আহ্বানগুলো প্রচার করাসহ আসন্ন নির্বাচনে দলকে বিজয়ী করার জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হবে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি