X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৯:৩৭আপডেট : ২৫ জুন ২০১৭, ১৯:৪১

৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ পবিত্র ঈদুল ফিতুর উপলক্ষে রবিবার (২৫ জুন) থেকে আগামী শনিবার (১ জুলাই) পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পন্য আমদানি-রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে পাসপোর্টে দুদেশের মাঝে মানুষ পারাপার কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, পবিত্র ঈদুল ফিতুর উপলক্ষে অ্যাসোসিয়েশনের এক বৈঠকে রবিবার থেকে (২৫ জুন) আগামী শনিবার (১ জুলাই) পর্যন্ত টানা সাত দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার মিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি হিলি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারগণ, ভারতের এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিরিয়ারিং এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। চিঠিতে আগামী ২ জুলাই রবিবার থেকে বন্দরের সকব কার্যক্রম চালুর কথা বলা হয়েছে।’

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার অশিত কুমার স্যানাল জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন টানা সাত দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী তাদের সঙ্গে সংগতি রেখেই ওই সাতদিন বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড, পণ্য ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার মো.ফখরুল আমিন চৌধুরী জানান, শুধুমাত্র সরকারি ছুটি ছাড়া হিলি কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। আমদানিকারকরা ইচ্ছা করলে এসময় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বা খালাস নিতে পারবেন। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার ও ব্যাগেজ কার্যক্রম চালু রাখার জন্য হিলি স্থলবন্দরের জিরোপয়েন্টে কাস্টমসের অপর একটি বিভাগ খোলা থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন জানান, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে মানুষ পারাপার কার্যক্রম চালু থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া