X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মদনে ঈদের আনন্দ নেই ৩৯৪ শ্রমিকের পরিবারে

নেত্রকোনা প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ২০:২৮আপডেট : ২৫ জুন ২০১৭, ২০:৪৭

নেত্রকোনা

ঈদের আগে বিল পাননি নেত্রকোনার মদন উপজেলার মাঘান ও ফতেপুর ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির ৩শ’ ৯৪ জন শ্রমিক। তাই ওই শ্রমিকদের পরিবার এবারের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, মাঘান ও ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানের উদাসিনতার কারণে তারা ঈদের আগে বিল তুলতে পারেননি।

জানা গেছে, গত ৬ মে থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয় দুই ইউনিয়নে। কিন্তু কাজের এক মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বিল জমা দেয়নি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে। সেজন্য ঈদের আগে বিল পাননি শ্রমিকরা।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য মাঘানের ইউপি চেয়ারম্যান জিএম শামছুল আলম চৌধুরী কায়কোবাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীকেও একাধিক বার কল দিয়ে পাওয়া যায়নি।

ফতেপুর ইউনিয়ন ট্যাক্স অফিসার হুমায়ন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিল প্রস্তুত করার দায়িত্ব আমার নয়। আমার কাছে বিল নিয়ে আসলে স্বাক্ষর করে দেব।’ তবে মাঘানের ট্যাক্স অফিসার খায়রুল আলমকে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কর্মসৃজন কর্মসূচির কাজের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান,সংশ্লিষ্টদের অবহেলার কারণেই শ্রমিকরা বিল পাচ্ছেন না।

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউল হাসান বলেন, ‘দুই ইউনিয়নের চেয়ারম্যানদের  তাগিদ দেওয়ার পরও সঠিক সময়ে বিল জমা দিতে না পারায় বিল হয়নি। বিল জমা দিলে মঞ্জুর করে দেওয়া হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া