X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গুলশান হামলায় নিহত ওসি সালাহউদ্দিনের বাড়িতে নেই ঈদ আনন্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ০১:৪৮আপডেট : ২৬ জুন ২০১৭, ০১:৪৮

বিগত ঈদগুলোতে যার কাছ থেকে পেতেন নতুন জামা-কাপড় সে না থাকায় এবারের ঈদে কেনা হয়নি নতুন পোশাক। পরিবারের সবার সেই প্রিয়জনকে ছাড়াই কাটবে এবারের ঈদ। তাই আনন্দের চেয়ে বেদনায় এবার ঈদে সঙ্গী ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খানের তিন ভাইয়ের পরিবারে।

শুনশান নিহত ওসি সালাহউদ্দীনের গ্রামের বাড়ি জানা যায়, শহরের ব্যাংকপাড়া নিবাসী ও এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত আব্দুল মান্নান খানের ৭ ছেলে ও ৪ মেয়ে। ১১ ভাই বোনের মধ্যে ওসি সালাহউদ্দিন খান ছিলেন ষষ্ঠ। বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন সে নিজ কাঁধে। তাই পরিবারের সদস্যদের কাছে তিনি ছিলেন বাবার সমতুল্য। পুরো পরিবারটিই তার ওপর ছিলো নির্ভরশীল, পরিবারের প্রতিটি সদস্যের যাবতীয় খরচ তিনি নির্বাহ করতেন।

ঈদের আগের দিন তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েকদিন পর ঈদ হলেও নেই কোনও আনন্দ, বাড়ি অনেকটাই শুনশান। প্রতিবছর ঈদের সময় গরীব মানুষকে নতুন কাপড় ও টাকা দিয়ে সহযোগিতা করতেন। বর্তমানে সালাহউদ্দিন খানের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছেন ঢাকায়। গ্রামের বাড়ির সঙ্গে তারও তেমন যোগাযোগ আর নেই।

নিহত সালাউদ্দিনের বড় ভাই রাজুউদ্দিন বাড়িতে বসেই কথা হয় সালাউদ্দিনের বড় ভাই রাজুউদ্দিনের সঙ্গে। তিনি জানান, প্রতিবার ঈদ এলেই গোপালগঞ্জে আসতেন সালাহউদ্দিন। পরিবারের সবাইকে কিনে দিতেন নতুন জামা-কাপড়। শুধু তাই নয় পুরো পরিবারটিকেই চালাতো সে। তাই অনেকটা আনন্দহীন কাটবে এবারের ঈদ। পরিবার চালানোর একমাত্র ব্যক্তিকে হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন তারা।

প্রতিবেশী ও গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘ওসি সালাহউদ্দীন আহমেদ একজন সাহসী পুলিশ অফিসার ছিলেন। আর তার এ সাহসিকতার জন্য তাকে অকালে জীবন দিতো হলো। পরিবার আর প্রতিবেশিই নয় সাধারণ গরীর মানুষের জন্য কাজ করতেন তিনি। সে না থাকায় এবছর আর যাকাতের কাপড় দিতে পারিনি।’

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খানসহ পুলিশের দুই কর্মকর্তা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়