X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাহাড় ধস: খাগড়াছড়ির পর্যটন খাতে ক্ষতির আশঙ্কা

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৬ জুন ২০১৭, ০৩:৩৪আপডেট : ২৬ জুন ২০১৭, ০৩:৩৪

সাম্প্রতিক সময়ে পাহাড় ধসে মৃত্যু এবং পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির প্রভাব পড়েছে খাগড়াছড়ি জেলার পর্যটন খাতে। গত বছর ঈদকে কেন্দ্র করে প্রায় ১ লাখ পর্যটকের আগমনে পাহাড় সরগরম থাকলেও এবার পর্যটক নেই বললেই চলে। ফলে ক্ষতির আশঙ্কা করছেন হোটেল-মোটেল মালিকরা।

ঝরণা আর পাহাড় নিয়েই খাগড়াছড়ি (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি) জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ছোট-বড় মিলিয়ে হোটেল, মোটেল, গেস্টহাউজ আছে ১২০টি। গত বছর ঈদের দশ দিন আগ থেকে শুরু করে ঈদের পরের দশ দিন পর্যন্ত প্রায় এক লাখ পর্যটকের আগমন হয়েছিল খাগড়াছড়িতে। কিন্তু সাম্প্রতিক পাহাড় ধসে মৃত্যু ও পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে পর্যটন সেক্টরে। হোটেলগুলো এখনও বুকিং হয়নি, পর্যটক নেই বললেই চলে।

খাগড়াছড়ি শহরের অত্যাধুনিক হোটেল অরণ্য বিলাসের মালিক স্বপন চন্দ্র দেবনাথ বলেন, ‘সাম্প্রতিক দুর্যোগের প্রভাব পড়েছে পর্যটন খাতে। গত বছর অনেক পর্যটক এসেছিলেন। তখন ঈদের ছুটির আগে-পরে মিলিয়ে হোটেলে গড়ে ১০০ জন ছিলেন, কিন্তু এবছর সব খালি রয়েছে।’

খাগড়াছড়ি শহরের আরেক আধুনিক হোটেল গাইরিংয়ের মালিক অনন্ত বিকাশ ত্রিপুরা জানান, গত বছর ঈদের আগে-পরের মাস খানেক প্রচুর পর্যটক পেয়েছিলেন। সাম্প্রতিক পাহাড় ধসের কারণে এবছর দশ ভাগের একভাগ পর্যটকও নেই। হোটেলের বয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। খাগড়াছড়ি শহরের হোটেল মাউন্ট ইনের সহকারী ম্যানেজার চিংলামং মারমাও জানান একই কথা।

খালি পড়ে আছে খাগড়াছড়ির হোটেল-মোটেল (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি) খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির পরিচালক সুদর্শন দত্ত বলেন, ‘প্রত্যেক ঈদে প্রচুর পর্যটকের সমাগম হয় এই জেলায়। বিভিন্ন সেক্টরে ৫০-১০০ কোটি লেনদেন হয়। কিন্তু এবছর সব সেক্টরকেই ক্ষতি গুণতে হচ্ছে।’

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন, ‘পাহাড় ধসের কারণে এবছর এখনও পর্যন্ত পর্যটক কম। তারপরেও যারা আসছে তাদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। পর্যটন স্পটগুলোতে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ ২৪ ঘণ্টাই মোতায়েন থাকবে।’

জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামও পর্যটক কম আসার বিষয়টি স্বীকার করে বলেন, ‘খাগড়াছড়িতে পাহাড়-নদী-ঝর্ণাসহ আকর্ষণীয় অনেক পর্যটন কেন্দ্র আছে। প্রকৃতির মাঝে বেড়াতে চাইলে খাগড়াছড়ি সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা।’ তিনি ভ্রমণ পিপাসুদের নির্ভয়ে খাগড়াছড়ি বেড়ানোর আমন্ত্রণ জানান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা