X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ১৩:০০আপডেট : ২৬ জুন ২০১৭, ১৩:০৩

ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময় (ছবি- হিলি প্রতিনিধি)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে, বিজিবিকেও মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ধর্মেন্দ্র সিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং একে অপরের কুশল বিনিময় করেন। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ৫ প্যাকেট মিষ্টি ও ফল উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম ও ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারদের জন্য পাঁচ প্যাকেট এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর দুই প্যাকেট মিষ্টিসহ মোট দশ প্যাকেট মিষ্টি দেওয়া হয়।

ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময় (ছবি- হিলি প্রতিনিধি) 2

অন্যদিকে, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বরাবর দুই প্যাকেট মিষ্টি ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষে থেকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার বরাবর দুই প্যাকেট মিষ্টিসহ মোট ৫ প্যাকেট মিষ্টি ও ফল তুলে দেওয়া হয়।

লে.কর্নেল ইমতিয়াজ চৌধুরী বলেন, ‘আজ (সোমবার) আমাদের পবিত্র ঈদুল ফিতুর। এ উপলক্ষে আমাদের আনন্দ বিএসএফের সঙ্গেও ভাগাভাগি করতে চাই। তাই আমরা বিএসএফের সদস্যদের সঙ্গে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম। এসময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়াও স্থানীয় বিজিবি ক্যাম্পে ঈদ উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দেওয়ার জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।’

তিনি আরও বলেন, ‘শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরও বাড়বে বলেই আমি বিশ্বাস করি।’

শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন- বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার ও পোস্ট কমান্ডার নায়েক শাহজাহান আলী এবং ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি সুরেশ কুমার, চেকপোস্ট কমান্ডার বেদেন্ত সিংসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা