X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঈদে ফেনীর মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদদের মেজবান

রফিকুল ইসলাম, ফেনী
২৭ জুন ২০১৭, ০১:১২আপডেট : ২৭ জুন ২০১৭, ০১:২৭

 

ঈদে ফেনীর মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদদের মেজবান ঈদকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের উৎসবকে হাতছাড়া করেননি ফেনীর মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদরা। যে যেভাবে পেরেছেন দলের নেতাকর্মীদের জন্য আয়োজন করেছেন মেজবানসহ নানা ধরনের অনুষ্ঠান ।

এই আয়োজনে যোগ দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি তার নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরাহাটে নিজ বাড়ির মসজিদে নামাজ আদায় ও দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তাদেরকে আপ্যায়ন শেষে দুপুর ১টায় ফেনী সার্কিট হাউজে আসেন। সেখানে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া সারেন তিনি । একই সময় অপেক্ষমান দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী , জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম , জেলা প্রশাসক মনোজ কুমার নাথ , পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । পরে রাঙামাটির মানুষদের সঙ্গে ঈদ শুভেচ্ছা জানাতে ফেনী ত্যাগ করেন তিনি ।

ফেনী সদরের এমপি ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের নামাজ আদায়ের পর নিজ বাড়িতে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন । ঈদের দিন নামাজ আদয়ের পর থেকে জেলার প্রত্যেক ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন তাদের প্রিয় নেতার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত দলের নেতাকর্মীদেরকে নিজে উপস্থিত থেকে আপ্যায়িত করেন নিজাম উদ্দিন।

অন্যদিকে , সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা অধ্যাপক ভিপি জয়নালের বাড়িতে কারা নির্যাতিত নেতাকর্মীসহ দলীয় নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ জনগণ ও বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ নেতাকর্মী, সাধারণ মানুষে ঠাসা বাড়ির প্রাঙ্গণ। তার বাসায় এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে ভিপি জয়নাল বলেন, ‘হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে, অনেকে গুম, হত্যার শিকার হয়েছে, শত শত নেতাকর্মী পঙ্গু হয়েছে। তাদের জীবনে ঈদ নেই, তাদের পরিবারে ঈদের আনন্দও নেই। চেষ্টা করছি তাদেরকে সান্ত্বনা দিতে।’

এছাড়া ঈদের আগের দিন পর্যন্ত ফেনীর তিনটি আসনের সম্ভাব্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকা চষে বেড়িয়েছেন। এসময় তারা সুবিধাবঞ্চিতদের ইফতার ও ঈদ সমগ্রী বিতরণ করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল