X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার দাফন সম্পন্ন

নেত্রকোনা প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ২০:৫৩আপডেট : ২৭ জুন ২০১৭, ২০:৫৩

 

মো. নূরুল হুদা নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদার (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বাদ মাগরিব নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ শেষে শহরের সাতপাই এলাকার সরকারি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।




এর আগে সন্ধ্যা ৬টায় নেত্রকোনার মুক্তাপাড়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী অফিসারের উপস্থিতিতে নূরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
নূরুল হুদার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন, সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সদর ইউনিটের কমান্ডার আইয়ুব আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আরও অনেকে।
মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদা মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, ফুসফুসে প্রদাহসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেহানা সুলতানা ও দুই সন্তান রেখে গেছেন। বাংলা ট্রিবিউনের সাংবাদিক ফৌজিয়া সুলতানা তার ছোট মেয়ে। বড় মেয়ের নাম রেজিয়া সুলতানা।
মুক্তিযোদ্ধা নূরুল হুদার মৃত্যুতে বাংলা ট্রিবিউন পরিবার শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার নুরুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হায়দার জাহান চৌধুরী।
মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদার জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার চারগাতীয়া গ্রামের মৌলভী আফতাব উদ্দিনের পরিবারে। তিনি মা-বাবার প্রথম ছেলে। চারাগাতীয়া উপজেলার তেলীগাতি ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে কিশোরগঞ্জ থানা সমবায় কর্মকর্তা হিসেবে যোগ দেন। সে সময় মুক্তিযুদ্ধ শুরু হলে চাকরিতে ইস্তফা দিয়ে যুদ্ধে অংশ নেন নূরুল হুদা। ভারতের তোড়া প্রশিক্ষণ কেন্দ্রে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ শেষে কাজী আলম কোম্পানির অধীনে প্লাটুন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তিনি।
নেত্রকোনার মদন উপজেলায় ৩১ ঘণ্টার আলোচিত যুদ্ধসহ কিশোরগঞ্জের রাজাপুর, ধর্মপাশা, তাড়াইল, নীলগঞ্জ প্রভৃতি এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নেন তিনি। স্বাধীনতার পর আবারও চাকরিতে যোগ দেন। দীর্ঘ ৩৬ বছর দায়িত্ব পালনের পর সম্প্রতি তিনি অবসর নেন।

আরও পড়ুন:  বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা আর নেই
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা