X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিশুদের নিয়ে ঈদ অনুষ্ঠান পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ০৭:৩৩আপডেট : ২৮ জুন ২০১৭, ০৭:৪৫

শিশুদের ঈদ অনুষ্ঠঅন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার হাওরে বন্যায় ফসলহানীর পর এক নিরানন্দ ঈদ উদযাপন করছেন হাওরবাসী। অভিভাবকরা যখন শিশুদের  দু’বেলা দু’মুটো ভাত  তুলে দিতে পারছেন না, সেখানে ঈদের নতুন কাপড় তো অনেক দুরের কথা। তারপরেও হাওরের শিশুদের আনন্দ দেওয়ার একটি বিশেষ সুযোগ করে দিয়েছে হাওর নিয়ে কাজ করা সামাজিক সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
সংস্থাটি এই ঈদে সুনামগঞ্জের তাহিরপুরে এক হাজার দরিদ্র শিশুর হাতে ঈদের নতুন কাপড় তুলে দেয়। পাশাপাশি তাদের দেওয়া হয় খেলনা বেলুন, বাঁশিসহ অন্যান্য জিনিস। এ জন্য একটি বিশেষ অনুষ্টানের আয়োজন করেছে পরিবেশ ও হাওর উন্নয় সংস্তা। মঙ্গলবার (২৭ জুন) সোমবার তাহিরপুরের টাঙুয়ার হাওর পাড়ে টেকের ঘাট শহীদ মিনার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাওরের শিশুদের অংশগ্রহনে নাচ, গান, অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।

অনষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, ‘এই ঈদ উৎসব হাওর এলাকায় একটি ব্যতিক্রম আয়োজন।  হাওরপাড়ের শিশুদের নিয়ে চমৎকার এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই। আশা করি তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শিশুদের ঈদ অনুষ্ঠঅন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার এ আয়োজন নিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন- ‘হাওরে ফসলহানীর পর অভিবাবকরা শিশুদের নতুন কাপড় দিতে পারেননি, এই ঈদে শিশুদের আনন্দের কোনও উপলক্ষ নেই । তাই আমরা এদের ঈদ উৎসবকে আনন্দময়  করে তোলার একটি সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। শিশুদের হাসি দেখে প্রাণ ভরে গেছে।’ সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এমসি কলেজের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম ও তাহিরপুর সমিতি সিলেটের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার বক্তব্য রাখেন।

অনুষ্ঠঅনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঞ্জিব উস্তার, রাসেল, শিবলি, সজীব আহমেদ, ওয়াহিদুল হক, মোস্তাফা কামাল, আবুল বাশার জুয়েল, আবুল বাশার খান নয়ন, তছকির মিয়া, দীন ইসলাম, শাফিল মিয়া, ইসতিয়ার আহমেদ রাজু, শরিফুল ইসলাম রনি, শাহজালাল, আব্দুল কাদির, হাবিবুর রহমান খোকন প্রমুখ।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা