X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ২২:০০আপডেট : ২৮ জুন ২০১৭, ২২:০২

ফেনী

ফেনীর ধর্মপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা রেজাউল করিমের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রেজাউল করিম ধর্মপুর ইউনিয়নের ফতুয়া গ্রামের আব্দুল হকের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের কার্যকরী পরিষদের সদস্য।

রেজাউলের মৃত্যুর খবরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর চালায়। এসময় দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ মো. সালাহ উদ্দিন ও আনোয়ার হোসেন সোহেল নামে দুই জনকে আটক করে পুলিশ।

ওসি রাশেদ খান চৌধুরী বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনও মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘রেজাউল করিম মাদক ও চোরাকারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে মামলা রয়েছে। মাদক ও চোরাকারবারী ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে।’

স্থানীয়রা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল হক আরজু ও বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকার সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার মধ্যরাতে মঠবাড়িয়া এলাকায় শাকার সমর্থকরা আরজুর সমর্থক রেজাউলের ওপর হামলা চালায়। এরপর তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় রেজাউলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

এসময় দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ মো. সালাহ উদ্দিন ও আনোয়ার হোসেন সোহেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি