X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বস্তির খোঁজে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ২৩:০৮আপডেট : ২৮ জুন ২০১৭, ২৩:২৫

পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ঢল (ছবি- রবিন চৌধুরী)

তীরজুড়ে যতদূর চোখ যায়, কেবল মানুষ আর মানুষ। কেউ সাগরে স্পিডবোটে করে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ ঢেউয়ের মধ্যে ভাসিয়ে দিয়েছেন নিজেকে। কেউ নাগরদোলায় চড়ে হারিয়ে যাচ্ছেন আনন্দ ভেলায়। আবার কেউ কেউ জটলা বেঁধে হাসিঠাট্টা আর গালগল্পে কাটিয়ে দিচ্ছেন সময়। উপভোগ করছেন সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্রের সফেদ জলরাশি এবং পাড়ে আছড়ে পড়া সাগরের ঢেউয়ের গর্জন।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চিত্র এটি। ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এই সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন বিনোদন পিয়াসী। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ এসেছেন বন্ধু-বান্ধবীদের সঙ্গে। আবার কেউ কেউ এসেছেন একান্ত আপন মানুষটিকে নিয়ে। তবে সবার লক্ষ্য, ঈদের ছুটিকে পুরোপুরি উপভোগ করা।

পরিবারের সদস্যদের নিয়ে পতেঙ্গা বিচে এসেছেন নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মিজানুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইট পাথরের নগর জীবনে একটু স্বস্তি পেতে প্রায়শই এখানে আসি। ঈদের ছুটিতে আসি না, এমনটা কখনও হয় না। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এখানে এসেছি। সবাই অনেক মজা করছি।’

কেবল পতেঙ্গা সমুদ্র সৈকত নয়; ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ পর্যটন কেন্দ্র পর্যটকে পূর্ণ। ফয়’স লেক, চিড়িয়াখানা, স্বাধীনতা কমপ্লেক্স, আগ্রাবাদ শিশুপার্ক, কর্ণফুলী শিশুপার্ক, বাটারফ্লাই পার্ক, কাট্টলী বিচ ও অভয়মিত্রঘাট -সবখানে এখন ঢল নেমেছে মানুষের। ঈদের ছুটিতে পুরো শহর ফাঁকা থাকলেও তিল ধারনের জায়গা নেই এসব বিনোদন স্পটে। নগরীর সব ব্যস্ততা এখন এসব বিনোদন কেন্দ্রকে ঘিরে।

রাইডে চড়া (ছবি- রবিন চৌধুরী)

বুধবার সরেজমিনে দেখা যায়, ফয়’স লেকে রাইডে চড়ে উল্লাস করছেন বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ। রোলার কোস্টার, স্লাইডে চড়তে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন অনেক দর্শনার্থী। সি-ওয়ার্ল্ডেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বন্ধুদের সঙ্গে ফয়’স লেকের ওয়াটার ওয়ার্ল্ডে বেড়াতে এসেছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোহান। তিনি বলেন, ‘সি-ওয়ার্ল্ডে দিনভর ডিজে শো’র আয়োজন করেছে কর্তৃপক্ষ। বিষয়টি জেনে ঈদের ছুটিতে বন্ধুরা মিলে ওয়াটার ওয়াল্ডে চলে এলাম। খুব মজা করেছি।’

ফয়’স লেক বিনোদন কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ঈদের দিন এখানে ভিড় কিছুটা কম ছিল। ঈদের পর দিন (মঙ্গলবার) থেকে ভিড় বেড়েছে। এদিন প্রায় সাড়ে ৬ হাজার টিকেট বিক্রি হয়েছে। আজ (বুধবার) ৮ থেকে ৯ হাজার টিকেট বিক্রি হবে।’ পর্যটকদের এই ভিড় আগামী শুক্রবার পর্যন্ত থাকবে বলে তিনি জানান।

ছবি বা সেলফি তোলা (ছবি- রবিন চৌধুরী)

পতেঙ্গা সমুদ্র সৈকতে খেলনার দোকানদার ওমর ফারুক বলেন, ‘ঈদ আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম মহানগর ছাড়াও দূর-দূরান্ত থেকে এখানে পর্যটকরা আসছেন। ঈদের দিন বিকাল থেকে এখানে পর্যটকদের ভিড় রয়েছে। যতই দিন যাচ্ছে ততই এ ভিড় বাড়ছে। মঙ্গলবার বিকালে তিল ধরনের ঠাঁই ছিল না।’

অন্যদিকে, ঈদকে ঘিরে এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় রেকর্ড সংখ্যক পর্যটক আসছেন বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিনই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বাড়ছে। মঙ্গলবার প্রায় ৩৫ হাজার টিকেট বিক্রি হয়েছে। আজও  টিকেট বিক্রি আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘গত বছর ঈদে এখানে বাঘবাঘিনী ছিল না। সেই বার দর্শনার্থীর ভিড় কম ছিল। এবার প্রচুর পরিমাণে দর্শনার্থী চিড়িয়াখানায় আসছেন।’ বাঘবাঘিনীর খাঁচার সামনেই দর্শনার্থীদের ভিড় বেশি বলে জানান।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো