X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালের লাইফ সাপোর্ট মেশিন পুড়ে যাওয়ায় ঝুঁকিতে রোগীরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৯ জুন ২০১৭, ০১:৪৫আপডেট : ২৯ জুন ২০১৭, ০১:৫০

মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লেগে পুড়ে গেছে লাইফ সাপোর্ট মেশিনসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি। মঙ্গলবার সকালে এ আগুন লাগার সময় লাইফ সাপোর্টে থাকা চিকিৎসাধীন ৬ জন রোগীর মধ্যে বুধবার পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। আর লাইফ সাপোর্ট মেশিন না থাকায় ঝুঁকির মুখে পড়েছেন এই সংকটাপন্ন রোগীরা। বুধবার বিকালে হাসপাতালে সরেজমিনে এসব তথ্য জানা গেছে।

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তাওহীদুর রহমান জানান, ‘আইসিইউ ওয়ার্ড ও চিকিৎসকদের কক্ষে বিদ্যুৎ সরবরাহ সচল করার কাজ শুরু করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘স্টোররুমের এসি থেকেই আগুন লেগেছে। হাসপাতালের আইসিইউতে কোনও সার্কিট ব্রেকার না থাকায় সহজেই আগুন ধরে যায়।’

গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানান, ‘হাসপাতালের নতুন ভবনের ৫ম তলা আইসিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এই ইউনিটে আগুন নেভানোর সীমিত সিলিন্ডার থাকলেও তা ব্যবহার করার মতো প্রশিক্ষিত কোনও জনবল ছিল না।’

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ‘আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল গনিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।’ তিনি আরও জানান, ‘আগুনের পর থেকে  আইসিইউ ইউনিটের চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। লাইফ সাপোর্ট মেশিন না থাকায় ঝুঁকির মুখে পড়েছেন হাসপাতালের সংকটাপন্ন রোগীরা।’

হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল গনি জানান, ‘আইসিইউ সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুধবার ইউনিটের ওয়ার্ড ও কর্তব্যরত চিকিৎসকদের বসার জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।’

হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, ‘আগুনে পুড়ে গেছে আইসিইউ ইউনিটের লাইফ সাপোর্টের মেশিনসহ দামি যন্ত্রপাতি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খুব দ্রুত পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত আইসিইউ মেরামত করে রোগীদের রাখার উপযোগী করা হবে।’

আইসিইউ-র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান জানান, ‘আগুনের কারণে রোগীদের লাইফ সাপোর্ট মেশিন খুলে ইউনিট থেকে বের করে সিসিইউতে নেওয়ার পর মঙ্গলবার হেলাল উদ্দিন ও বুধবার সুরুজ আলী নামে দুই জন রোগী মারা গেছেন। ’

এদিকে সিসিইউতে চিকিৎসাধীন রোগীর স্বজনরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসা সেবা নিয়ে।  রোগীর স্বজন ফারুক হাসান জানান, ‘সিসিইউতে চিকিৎসাধীন রোগীরা কেমন আছেন, বাইরে থেকে জানা সম্ভব হচ্ছে না।’

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!